মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে জীবন বিজ্ঞানের পরীক্ষা ছিল ৷ শৈলেশের পরীক্ষার সেন্টার পড়েছিল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে সুদর্শনপুর দ্বাড়িকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে ৷ মঙ্গলবার স্কুলে পৌঁছতেই সে দেখে যে, তার কাছে অ্যাডমিট কার্ড নেই ৷ এদিকে, স্কুল থেকে তার বাড়িও বেশ কিছুটা দূরে ৷ অ্যাডমিট কার্ড তার পক্ষে আর আনা সম্ভবও নয় ৷ এরপরই কান্নায় ভেঙে পড়ে শৈলেশ ৷ ছুটতে ছুটতে এলাকায় থাকা পুলিশের ট্রাফিক কন্ট্রোল অফিসে আসে সে ৷ এরপর ঘটনাটি জানাতেই ট্রাফিক অফিসার এক সিভিক ভলান্টিয়ারকে দিয়ে তাকে নিজের মোটরবাইকে চাপিয়ে বাড়ি নিয়ে যায় ৷ এমনকী, অ্যাডমিট নিয়ে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় ৷
advertisement
এই ঘটনার পরই রায়গঞ্জ থানার ট্রাফিক অফিসার পিনাকি সরকার জানিয়েছেন, ‘আমাদের সিভিক পুলিশ দিয়ে আজ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি থেকে অ্যাডমিট নিয়ে এসে পরীক্ষাহলে পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবেই পরীক্ষা দিতে পেরেছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী ।’
’