অভিযোগ, স্থানীয় এক নাবালিকা পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে করে তাঁর বাড়িতে চলে যায়। এরপরে চাইল্ড লাইনের কাছে সেই খবর আসে। চাইল্ড লাইনের সদস্যরা মেমারি ২ নম্বর ব্লক প্রশাসনের আধিকারিক এবং মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি আধিকারিকদের সহযোগিতায় ওই নাবালিকাকে উদ্ধার করে তার বাড়িতে ফিরিয়ে দেন।
আরও পড়ুন : গোপনাঙ্গে জ্বলন্ত সিগারেট, ধারালো অস্ত্রের আঘাত সারা দেহে, মুম্বইয়ে পৈশাচিক গণধর্ষণ যুবতীকে
advertisement
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, মেয়েটির বিয়ের বয়স হয়নি। অথচ সে আবেগের বশে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিল। বিয়ে করে সে শ্বশুরবাড়ি চলে যায়। সেই খবর আসার পরেই সারগাছি এলাকায় নাবালিকার কাছে পৌঁছে যায় চাইল্ড লাইন। সেখান থেকেই নাবালিকাকে উদ্ধার করে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিয়ের বয়স না হওয়া পর্যন্ত যাতে তার বিয়ে না দেওয়া হয় সে ব্যাপারে ওই নাবালিকার পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় বুথ স্তর পর্যন্ত সংগঠন মজবুত করতে চান দেবাংশু
চাইল্ড লাইন, পুলিশ প্রশাসনের আধিকারিকরা পৌঁছতেই শ্বশুরবাড়িতে কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। এ ব্যাপারে প্রেমিকের মা বলেন, আমার ছেলের সঙ্গে এই মেয়েটির ভালবাসা সম্পর্ক তৈরি হয়েছিল। সে কারণে আমি তাদের পরিবারের সঙ্গে বিয়ের কথাবার্তা বলছিলাম। তার মাঝেই আমার ছেলেকে বিয়ে করে মেয়েটি আমাদের বাড়ি চলে আসে। ওর মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। এই বিয়ে মেনে না নেওয়া হলে সে আত্মহত্যা করবে বলে জানায়। তার প্রাণ বাঁচাতেই তাকে আশ্রয় দিয়েছিলাম। মণ্ডল গ্রামের বাসিন্দা নাবালিকার দাদু বলেন, " চাইল্ডলাইন ও প্রশাসন সসম্মানে আমাদের মেয়েকে বাড়ি ফিরিয়ে দিয়েছে।" এ ব্যাপারে চাইল্ড লাইনের সদস্য মালতী মুর্মু বলেন, "নাবালিকা বিয়ে বেআইনি। সে কথা বুঝিয়ে মেয়েটিকে বাড়ি পাঠানো হয়েছে।"