TRENDING:

Police Find Thief: বাড়ি থেকে সোনার জিনিস-বাইক সব হাওয়া, তদন্তে নেমে পুলিশ যার বাড়ি থেকে জিনিস ফেরত পেল, একদম থ

Last Updated:

Police Find Thief: গৃহস্থের বাড়িতে চুরি হওয়া সামগ্রী উদ্ধার হল বিজেপি নেতারা ভাইয়ের থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: গৃহস্থের বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া সোনার গহনা, মোটরবাইক ও গুরুত্বপূর্ণ নথিপত্র অবশেষে উদ্ধার করল পুলিশ। আর তা উদ্ধার হল স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতির ভাই সমীরণ মিদ্দার কাছ থেকে। তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
উদ্ধার হওয়া সামগ্রী 
উদ্ধার হওয়া সামগ্রী 
advertisement

সপ্তাহখানেক আগে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর এলাকার এক গৃহস্থের বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বিজেপির মণ্ডল সভাপতির ভাই সহ দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায় বেশ কিছু সোনার গয়না, দরকারি নথিপত্র ও একটি মোটরবাইক।

আরও পড়ুুন- Donald Trump Health News: চুল উসকো-খুসকো, জামাকাপড় এলোমেলো, গভীর কোনও রোগে আক্রান্তু ট্রাম্প, রাষ্ট্রপতি নিজের মুখে বললেন…

advertisement

বাড়ির সদস্যরা ফিরে এসে প্রথমে লক্ষ্য করেন, গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে তাঁরা দেখতে পান আলমারির ভেতর থেকে গায়েব গয়না, নথিপত্র এবং উঠোন থেকে উধাও বাইক। সঙ্গে সঙ্গে ওই বাড়ির কর্ত্রী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

View More

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কিছুদিনের মধ্যেই একে একে ধরা পড়ে চুরির সঙ্গে যুক্ত চারজন। ধৃতদের মধ্যে ছিলেন এক বিজেপির মন্ডল সভাপতির ভাই সমীরণ মিদ্দা সহ সঞ্জয় মিদ্দা, শম্ভু মাইতি ও অরিন্দম শাসমল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের। জানা যায়, পরিকল্পনা করে তারা ওই বাড়িতে চুরি চালায় এবং লুটপাটের সমস্ত সামগ্রী নিজেরা নিয়ে চলে যায়৷

advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোটরবাইক, সোনার গহনা ও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। এগুলি আদালতের নির্দেশে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এ প্রসঙ্গে ভূপতিনগর থানার ওসি বলেন, “আমরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া প্রায় সবকিছুই উদ্ধার করতে পেরেছি। আদালতের নির্দেশ মত খুব শিগগিরই সামগ্রীগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে।”

advertisement

ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির মণ্ডল সভাপতির ভাইয়ের নাম জড়িয়ে পড়ায় উত্তেজনা আরও বেড়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একদিকে গৃহস্থ পরিবার কিছুটা স্বস্তি পেলেও, অন্যদিকে এমন ঘটনার ফলে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ। অভিযোগ উঠেছে, রাজনৈতিক পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে সমাজবিরোধী কাজকর্ম বাড়ছে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে, যে-ই অপরাধ করুক না কেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। Input- Madan Maity

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Find Thief: বাড়ি থেকে সোনার জিনিস-বাইক সব হাওয়া, তদন্তে নেমে পুলিশ যার বাড়ি থেকে জিনিস ফেরত পেল, একদম থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল