সপ্তাহখানেক আগে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর এলাকার এক গৃহস্থের বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বিজেপির মণ্ডল সভাপতির ভাই সহ দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে নিয়ে যায় বেশ কিছু সোনার গয়না, দরকারি নথিপত্র ও একটি মোটরবাইক।
advertisement
বাড়ির সদস্যরা ফিরে এসে প্রথমে লক্ষ্য করেন, গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে তাঁরা দেখতে পান আলমারির ভেতর থেকে গায়েব গয়না, নথিপত্র এবং উঠোন থেকে উধাও বাইক। সঙ্গে সঙ্গে ওই বাড়ির কর্ত্রী স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কিছুদিনের মধ্যেই একে একে ধরা পড়ে চুরির সঙ্গে যুক্ত চারজন। ধৃতদের মধ্যে ছিলেন এক বিজেপির মন্ডল সভাপতির ভাই সমীরণ মিদ্দা সহ সঞ্জয় মিদ্দা, শম্ভু মাইতি ও অরিন্দম শাসমল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের। জানা যায়, পরিকল্পনা করে তারা ওই বাড়িতে চুরি চালায় এবং লুটপাটের সমস্ত সামগ্রী নিজেরা নিয়ে চলে যায়৷
পুলিশ সূত্রে খবর, ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোটরবাইক, সোনার গহনা ও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। এগুলি আদালতের নির্দেশে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এ প্রসঙ্গে ভূপতিনগর থানার ওসি বলেন, “আমরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া প্রায় সবকিছুই উদ্ধার করতে পেরেছি। আদালতের নির্দেশ মত খুব শিগগিরই সামগ্রীগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে।”
ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির মণ্ডল সভাপতির ভাইয়ের নাম জড়িয়ে পড়ায় উত্তেজনা আরও বেড়েছে।
একদিকে গৃহস্থ পরিবার কিছুটা স্বস্তি পেলেও, অন্যদিকে এমন ঘটনার ফলে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ। অভিযোগ উঠেছে, রাজনৈতিক পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে সমাজবিরোধী কাজকর্ম বাড়ছে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে, যে-ই অপরাধ করুক না কেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। Input- Madan Maity