আরও পড়ুন: জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা
বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাস বেলা সাড়ে বারোটা নাগাদ লাগামহীন গতিতে জাতীয় সড়কের উপর দিয়ে নলহাটির দিকে ছুটছিল। অপরদিকে মুরারই থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য বাইকে করে রামপুরহাটে নিজের বাড়ি ফিরছিলেন। ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে গুরুকুল পাবলিক স্কুলের সামনে বাসটি ওই পুলিশকর্মীর বাইকে সামনাসামনি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার পাশেই রয়েছে গরুর হাট। আজ বৃহস্পতিবার গরুর হাট বসার কারণে এমনিতেই যানজট লেগেছিল। এই দুর্ঘটনার পর এলাকায় রীতিমত যানজট তৈরি হয়। ছুটে আসে দমকল ও পুলিশ। তাঁরাই মৃতদেহটি রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে।
সৌভিক রায়






