TRENDING:

মহিষাদলের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন, ইভটিজিং তত্ত্ব ওড়াল পুলিশ

Last Updated:

মহিষাদলে গাড়ি চাপা পড়ে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশের দাবিতে তৈরি হল বিতর্ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর: মহিষাদলে গাড়ি চাপা পড়ে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশের দাবিতে তৈরি হল বিতর্ক ৷ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দাবি করলেও মহিষাদলের ঘটনায় ইভটিজিং তত্ত্ব ওড়াল পুলিশ ৷ জেলা পুলিশের দাবি, এটি শুধু মাত্র বেপরোয়া গাড়ি চালানোর একটি ঘটনা ৷
advertisement

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘বেপরোয়া গাড়ির ধাক্কাতেই মৃত্যু ৷ ইভটিজিংয়ের এখনও প্রমাণ মেলেনি ৷’ কিন্তু প্রত্যক্ষদর্শীদের পাল্টা অভিযোগ, ‘ইভটিজিংয়ের জেরেই পালাতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা গিয়েছে ওই মেয়েটি ৷’ পুলিশের এই ভূমিকাতেই উঠছে প্রশ্ন ৷ ইভটিজিংয়ের ঘটনা আড়াল করতে শুধুমাত্র দুর্ঘটনা বলে চালাতে চাইছে পুলিশ ৷ যদিও প্রত্যক্ষদর্শীদের বয়ানে ইভটিজিংয়ের তত্ত্ব স্পষ্ট ৷ তাহলে কেন এই প্রচেষ্টা ৷

advertisement

বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ নন্দকুমার থানার মাধবপুর গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণীর তিন ছাত্রী কোচিংয়ে যাওয়ার জন্য হলদিয়া-মেচেদা জাতীয় সড়ক ধরে গারুঘাটার দিকে যাচ্ছিল ৷ মেন রোড থেকে ট্রেকার ধরার জন্য তাঁরা বেশ কিছুটা হেঁটে যাওয়ার কথা ভাবে ৷ অভিযোগ, সেসময় একটি গাড়ি তাদের পিছু নেয় এবং গাড়িতে থাকা দুই যুবক তাদের উত্যক্ত করতে থাকে ৷ চলন্ত গাড়ি থেকেই চলতে থাকে ছাত্রীদের উদ্দেশ্যে কটূক্তি ৷ এরপর গাড়ি নিয়ে কেরামতি দেখাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন ছাত্রীকে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি ৷

advertisement

গাড়িতে পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ বছরের মধুমিতা বাগের ৷ গুরুতর আহত হয় তাঁর দুই সহপাঠী ৷ দুর্ঘটনার সময় বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা ৷ গাড়িতে থাকা দুই যুবককে সঙ্গে সঙ্গে ধরে ফেলা হয় ৷ তাদের বেদম মারধর করে স্থানীয়রা ৷ পরে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে ৷ ধৃতদের নাম দিব্যেন্দু দাস ও সুব্রত মাইতি ৷

advertisement

আহত ছাত্রীদের তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে মধুমিতাকে নিহত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ বাকি দুই ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ধৃতদের বিরুদ্ধে ঘটনায় ৩০৭, ৩০৩, ৩২৫, ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে ৷ ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিষাদলের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন, ইভটিজিং তত্ত্ব ওড়াল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল