শুধু তাই নয়, গত ১২ এপ্রিল জাফরাবাদে খুন হয়েছিলেন বাবা এবং ছেলে৷ বাড়িতে লুঠপাটে বাধা দিতে গিয়ে দৃষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তাঁরা৷ এই ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য পুলিশ৷ শেষ পর্যন্ত বীরভূমের মুরারই এবং মু্র্শিদাবাদের সুতি থেকে দু জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের নাম কালু নবাব এবং দিলদার নবাব৷ ধৃত দু জন সম্পর্কে দুই ভাই হন বলে পুলিশ সূত্রে খবর৷
advertisement
আরও পড়ুন: ‘বাংলা জ্বলছে, মুখ্যমন্ত্রী নীরব!’ মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মমতাকে নিশানা যোগীর
পুলিশ জানিয়েছে, সমশেরগঞ্জে বাবা এবং ছেলেকে হত্যার ঘটনায় সিসিটিভি দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছিল৷ তাদের মধ্যে থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদের খোঁজেও চলছে তল্লাশি৷
গত কয়েকদিন ধরে অশান্তি চলার পর শেষ পর্যন্ত ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ৷ ভয় কাটিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন সাধারণ মানুষ৷ তবে এখনও এলাকায় টহল দিচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷