Yogi Adityanath attacks Mamata Banerjee: 'বাংলা জ্বলছে, মুখ্যমন্ত্রী নীরব!' মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মমতাকে নিশানা যোগীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত কয়েকদিন ধরে অশান্তি চলার পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, ধুলিয়ান, সুতির মতো এলাকার পরিস্থিতি৷
হারদোই: মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিক্ষোভকে কেন্দ্র করে চলতে থাকা অশান্তির জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, বাংলা যখন জ্বলছে তখন চুপ করে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
একই সঙ্গে যারা অশান্তি পাকাচ্ছে তাদের ঠান্ডা করতে ডান্ডা ব্যবহারের দাওয়াই দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘যারা অশান্তি ছড়াচ্ছে তাদের ঠান্ডা করার একমাত্র উপায় ডান্ডা৷হারদোইতে একটি অনুষ্ঠানে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রত্যেক দু-তিন দিন অন্তর উত্তর প্রদেশে একটি করে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটত৷
advertisement
আরও পড়ুন: হাজার হাজার ভক্ত সমাগম, আসবেন ভিভিআইপি…দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে প্রস্ততি বৈঠক মমতার!
advertisement
যোগীর কথায়, ‘দাঙ্গাবাজদের সোজা করার একমাত্র ওষুধ ডান্ডা৷ বাংলা জ্বলছে, অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব৷ তিনি দাঙ্গাবাজদের শান্তির দূত বলে দাবি করেছেন৷’ শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, একই সঙ্গে বাংলার অশান্তি নিয়ে সরব না হওয়ায় কংগ্রেস এবং সমাজবাদী পার্টিরও সমালোচনা করেছেন যোগী আদিত্যনাথ৷
advertisement
গত কয়েকদিন ধরে অশান্তি চলার পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, ধুলিয়ান, সুতির মতো এলাকার পরিস্থিতি৷ অশান্তি কবলিত এলাকাগুলিতে এখনও মোতায়েন করা রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ কোনও প্ররোচনায় পা না দিয়ে সাধারণ মানুষের কাছে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 3:51 PM IST