Yogi Adityanath attacks Mamata Banerjee: 'বাংলা জ্বলছে, মুখ্যমন্ত্রী নীরব!' মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মমতাকে নিশানা যোগীর

Last Updated:

গত কয়েকদিন ধরে অশান্তি চলার পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, ধুলিয়ান, সুতির মতো এলাকার পরিস্থিতি৷

মমতাকে নিশানা যোগীর৷
মমতাকে নিশানা যোগীর৷
হারদোই: মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিক্ষোভকে কেন্দ্র করে চলতে থাকা অশান্তির জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, বাংলা যখন জ্বলছে তখন চুপ করে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
একই সঙ্গে যারা অশান্তি পাকাচ্ছে তাদের ঠান্ডা করতে ডান্ডা ব্যবহারের দাওয়াই দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘যারা অশান্তি ছড়াচ্ছে তাদের ঠান্ডা করার একমাত্র উপায় ডান্ডা৷হারদোইতে একটি অনুষ্ঠানে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রত্যেক দু-তিন দিন অন্তর উত্তর প্রদেশে একটি করে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটত৷
advertisement
advertisement
যোগীর কথায়, ‘দাঙ্গাবাজদের সোজা করার একমাত্র ওষুধ ডান্ডা৷ বাংলা জ্বলছে, অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব৷ তিনি দাঙ্গাবাজদের শান্তির দূত বলে দাবি করেছেন৷’ শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, একই সঙ্গে বাংলার অশান্তি নিয়ে সরব না হওয়ায় কংগ্রেস এবং সমাজবাদী পার্টিরও সমালোচনা করেছেন যোগী আদিত্যনাথ৷
advertisement
গত কয়েকদিন ধরে অশান্তি চলার পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, ধুলিয়ান, সুতির মতো এলাকার পরিস্থিতি৷ অশান্তি কবলিত এলাকাগুলিতে এখনও মোতায়েন করা রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ কোনও প্ররোচনায় পা না দিয়ে সাধারণ মানুষের কাছে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath attacks Mamata Banerjee: 'বাংলা জ্বলছে, মুখ্যমন্ত্রী নীরব!' মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মমতাকে নিশানা যোগীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement