TRENDING:

Police Attacked In Madhyamgram: চরম অনাস্থা? ক্ষোভ? প্রকাশ্যে পুলিশকে বেধড়ক মার রাস্তার মোড়ে! ভাইরাল ভিডিও

Last Updated:

দিনের আলোয়, প্রকাশ্যে কর্তব্যরত পুলিশের গায়ে হাত! ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেন এমন ঘটনা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিয়াউল আলম, মধ্যমগ্রাম: দিনের আলোয়, প্রকাশ্যে কর্তব্যরত পুলিশের গায়ে হাত! ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেন এমন ঘটনা?
চরম অনাস্থা? ক্ষোভ? প্রকাশ্যে পুলিশকে বেধড়ক মার রাস্তার মোড়ে! ভাইরাল ভিডিও
চরম অনাস্থা? ক্ষোভ? প্রকাশ্যে পুলিশকে বেধড়ক মার রাস্তার মোড়ে! ভাইরাল ভিডিও
advertisement

আরজি কর কাণ্ডের পর থেকেই পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ বাড়তে শুরু করেছে রাজ্যের মানুষের। এবার তারই প্রতিফলন দেখা গেল মধ্যমগ্রামে। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ চলছিল মধ্যমগ্রাম চৌমাথায়। অবস্থান স্থল থেকেই মাত্র কয়েক ফুট দূরে ট্রাফিক আইন ভাঙায় এক বাইক আরোহীকে আটকানোর পরই হয় ঘটনার সূত্রপাত।

আরও পড়ুন- ঝকঝকে আকাশ, রোদ হেসেছে পাহাড়ে! কলকাতার আবহাওয়ার গতি কোন মুখে? জেনে নিন

advertisement

কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন ওই বাইক আরোহী। পুলিশ সূত্রে জানা যায়, ওই বাইক আরোহী গালিগালাজও করেন। অযথা কেন রাস্তা আটকানো হয়েছে, এ নিয়ে অশান্তি শুরু করেন তিনি। তার পরেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেই বাইক আরোহীকে আটক করে ট্রাফিক কিয়স্কের কাছে নিয়ে যান।

এর পরই পথচলতি মানুষ জড়ো হতে থাকে।

advertisement

পুলিশের উপর আচমকাই উত্তেজিত হয়ে পড়েন জড়ো হওয়া স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। তখনই ট্রাফিক গার্ডের দুই এএসআইকে রীতিমতো মারধর করতে দেখা যায় কয়েকজন স্থানীয় কয়েকজনকে।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

উত্তেজনার মুহূর্তে বেশ কয়েকজন সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন, তাদের চিহ্নিত করেও ধরা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। পরিস্থিতি বেগতিক দেখে মধ্যমগ্রাম থানাকে খবর দেওয়া হলে থানার পুলিশ আধিকারিকেরা এসে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছেন। এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, তবে কি পুলিশের উপর ক্ষোভের কারণেই আইন হাতে তুলে নিচ্ছেন আম নাগরিকরা!

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Attacked In Madhyamgram: চরম অনাস্থা? ক্ষোভ? প্রকাশ্যে পুলিশকে বেধড়ক মার রাস্তার মোড়ে! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল