পুনপুয়ার ওই দুই নাবালিকার পরিবারের তরফে জয়নগর থানায় লিখিত অভিযোগের পরে আইসি-র নির্দেশে পুলিশ বাড়ি থেকে গৌতম মন্ডল অরফে লালটুকে গ্রেফতার করে।
পুলিশ ও ওই দুই নাবালিকার পরিবারের তরফে জানা যায় দীর্ঘ দিন ধরে সম্পর্কে নাতনি হওয়া দুই প্রতিবেশি নাবালিকাকে বাড়িতে ডেকে দিনের পর দিন মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন নির্যাতন করা হয়।বাড়িতে মারধরের ভয় দেখানো হত।
advertisement
আরও পড়ুন- বিপ্লবীদের আখড়া ছিল পূর্ব বর্ধমানের এই আশ্রম, এসেছেন বহু বিপ্লবী, জানুন কাহিনি
গত রবিবার প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা হাতে নাতে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। সব ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়। সোমবার জয়নগর থানায় এসে ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের হয়। তার পরেই পুলিশের হাতে গ্রেফতার হয় ওই যুবক।
যৌন নির্যাতনের শিকার হওয়া দুটি নাবালিকার বয়স আট ও নয় বছর। আর ধৃত ব্যক্তির বয়স ৪০ বছর। জয়নগর থানার পুলিশ ওই দুই নাবালিকার মেডিকেল পরীক্ষা করে তদন্তের কাজ শুরু করেছে।
আরও পড়ুন- দূর-দূরান্ত থেকে ভিড় উপচে পড়ে, ১৫০ ছুঁইছুঁই হাওড়ার লক্ষীনারায়ণ পুজো
মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে ধৃতকে পাঠানো হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় জয়নগর থানার পুলিশ।
সুমন সাহা