গত ১৮ মে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে৷ এর পরই তদন্তে নামে পুলিশ৷ বিধায়ককে খুনের ছক কষার অভিযোগে চিরণ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷
আরও পড়ুন: গলায় দাগ, সারা শরীরে ধুলো, নিউ টাউনের খাবার দোকানে এ কী ভয়ঙ্কর মৃত্যু!
advertisement
মাস ছয়েক আগে ক্যানিংয়ের তৃণমূল নেতা কমল মল্লিককে খুনের অভিযোগ ওঠে এই চিরণ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত চিরন সহ মোট চারজনকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। জেল হয় চিরণের। জেলে থাকাকালীনই বিধায়ক পরেশ রাম দাসকে খুনের পরিকল্পনা করা হয় বলে সূত্রের খবর।
কিছুদিন আগেই চিরণ জামিনে মুক্তি পেয়েছে। জেলে থাকাকালীনই চিরণ ক্যানিং পশ্চিমের বিধায়ককে খুনের ছক কষে বলে অভিযোগ৷ জামিনে মুক্ত হওয়ার পর মণিরুল নামে বাসন্তীর এক যুবককে সঙ্গী করে সে৷ কয়েকদিন আগে মণিরুল নামে েসই যুবকই বিধায়ক পরেশ রাম দাসকে ফোন করে খুনের পরিকল্পনার কথা জানিয়ে দেন৷ এর পরই পুলিশের দ্বারস্থ হন বিধায়ক৷
আরও পড়ুন: কচিকাঁচাদের দল ছুটে গেল পাম্পহাউজে বল কুড়োতে, যা দেখল, আঁতকে উঠবেন...
বারুইপুর পুলিশ জেলার এসপি, ক্যানিং থানা সহ অন্যান্য আধিকারিকদের কাছে অভিযোগ জানান বিধায়ক। পরেশ রাম দাসের দাবি, অভিযুক্তরা বিজেপি আশ্রিত।
যদিও এই ঘটনায় বিজেপি নয়, তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলেই দাবি করেছেন রাজ্য বিজেপি-র সদস্য সুনীপ দাস। সোমবার ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে নরেন্দ্রপুর থেকে মূল অভিযুক্ত চিরঞ্জিত হালদার ওরফে চিরণকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।