TRENDING:

Mamata Banerjee আচমকা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে! তৃণমূল কাউন্সিলরকে জোর ধমক পুলিশ কমিশনারের

Last Updated:

ডানকুনি টোলপ্লাজার একেবারে সামনে যেখানে এই ঘটনা ঘটে, সেখানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানা কর্মকার, ডানকুনি: সড়কপথে বীরভূম থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেই সময় মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তাঁর হাতে চিঠি ধরাতে গিয়ে পুলিশ কমিশনারের ধমক খেলেন এক তৃণমূল কাউন্সিলর৷ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে হুগলির ডানকুনি টোলপ্লাজার সামনে৷
মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে যাওয়ায় তৃণমূল কাউন্সিলরকে সতর্ক করেন চন্দননগরের পুলিশ কমিশনার৷
মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে যাওয়ায় তৃণমূল কাউন্সিলরকে সতর্ক করেন চন্দননগরের পুলিশ কমিশনার৷
advertisement

জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ওই তৃণমূল কাউন্সিলরের নাম শুভজিৎ গঙ্গোপাধ্যায়৷ এ দিন বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে সড়কপথেই কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী৷ জাতীয় সড়কের উপরে ডানকুনি টোলপ্লাজার কাছে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা৷ মুখ্যমন্ত্রীর কনভয় যাবে বলে রাস্তার দু পাশে কড়া পুলিশি প্রহরারও ব্যবস্থা করা হয়৷ ডানকুনি টোলপ্লাজার একেবারে সামনে যেখানে এই ঘটনা ঘটে, সেখানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজেও৷

advertisement

আরও পড়ুন: বাড়ির দরজায় আটকে দিল পুলিশ, দলেরই মন্ত্রী এবং বিধায়ককে ফিরিয়ে দিলেন অনুব্রত! কারা তাঁরা?

মুখ্যমন্ত্রীর কনভয় টোল প্লাজার কাছে আসতেই স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের নেতা, কর্মীরা৷ টোল প্লাজা পেরনোর সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের গতি কিছুটা কমানো হয়৷ সেই সুযোগেই আচমকা একটি খামে ভরা চিঠি হাতে মুখ্যমন্ত্রীর গাড়ির একেবারে সামনে চলে যান ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ৷ অভ্যাস মতোই চালকের বাঁ দিকের আসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী অবশ্য হাতের ইশারায় ওই কাউন্সিলরকে পিছনের গাড়িতে থাকা নিরাপত্তারক্ষীদের হাতে ওই চিঠি দিতে বলেন৷ সেই মতো চিঠি দিয়েও দেন শুভজিৎ৷ কিন্তু এর পরেই বাঁধে বিপত্তি৷

advertisement

আরও পড়ুন: বাড়ির দরজায় আটকে দিল পুলিশ, দলেরই মন্ত্রী এবং বিধায়ককে ফিরিয়ে দিলেন অনুব্রত! কারা তাঁরা?

তৃণমূল কাউন্সিলরের এই কাণ্ড দেখে ক্ষুব্ধ হয়ে এগিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার৷ ওই পুলিশ কর্তা অবশ্য তখন জানতেন না শুভজিৎ তৃণমূলের কাউন্সিলর৷ দৃশ্যতই ক্ষুব্ধ পুলিশ কমিশনার শুভজিৎকে প্রশ্ন করেন, কেন এ ভাবে মুখ্যমন্ত্রীর কনভয় থামানোর চেষ্টা করলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর কনভয় যে এভাবে আটকানো নিয়ম বিরুদ্ধ, সেকথাও তৃণমূল কাউন্সিলরকে জানিয়ে দেন পুলিশ কমিশনার৷ শুভজিতের পরিচয় জানার পরেও ভবিষ্যতে এমন না করার জন্য তাঁকে সতর্ক করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee আচমকা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে! তৃণমূল কাউন্সিলরকে জোর ধমক পুলিশ কমিশনারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল