আরও পড়ুন: বাদুড়িয়ায় রাস্তা যেন জলাশয়! প্রাক বর্ষার বৃষ্টিতেই জলমগ্ন এলাকা
সেক্টর ফাইভ এর বিভিন্ন এলাকায় এদিন সরজমিনে ইলেকট্রনিক্স থানার পুলিশ আধিকারিকেরা ঘুরে দেখেন। সেখানেই পুলিশের সামনে ফুটপাত দখল করে চালানো ব্যবসার ছবিও উঠে আসে। কোথাও পুরো রাস্তার পাশে থাকা ফুটপাত দখল করে দোকান, কোথাও দেখা গেল ফুটপাতেই ফেলে রাখা হয়েছে নোংরা। এমনকি রাস্তায় গ্যাস সিলিন্ডারে রেখে চলছে রান্না থেকে চেয়ার টেবিল পেতে খাওয়া-দাওয়া। এদিন তথ্যপ্রযুক্তি নগরীর এই সকল দোকানদারদের করা হুঁশিয়ারি দেওয়া হয় বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশের তরফে। ওই সকল ব্যবসায়ীদের জানানো হয়, কোনভাবে কোন দোকানদার রাস্তার উপর জিনিসপত্র রেখে ব্যবসা করতে পারবে না। যে সমস্ত হকারদের ওখানে দোকান করার পারমিশন রয়েছে, সেই পারমিশন কপি দোকানের গায়ে ঝুলিয়ে রাখতে হবে। যাতে নতুন করে আর কেউ এসে এই সব জায়গায় ব্যবসা করতে না পারে।
advertisement
আরও পড়ুন: উপনির্বাচনে বিরাট চমক তৃণমূলের! বাগদার মন বুঝতে বাজি মধুপর্ণা, বড় কৌশল শাসকের
পুলিশের তরফ থেকে এবার এই বিষয়টিকে মাথায় রেখে মাঝেমধ্যেই নজরদারি চালানো হবে বলেও জানা গিয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি নগরে প্রতিদিনই নানা প্রান্ত থেকে বহু মানুষ প্রয়োজনে আসেন। তাদের নানা সময়ে খাবার প্রয়োজনে এই সকল দোকানের উপরই নির্ভর করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের হঠাৎ এমন তৎপরতায় কিছুটা হলেও সমস্যায় পড়েলেন ব্যবসায়ীরা। তবে তথ্য প্রযুক্তি কর্মীরা বলছেন, সকলের সুবিধার কথা মাথায় রেখেই, সঠিক নিয়ম মেনে চলুক দোকান।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Rudra Narayan Roy