মৃতের নাম নিতাই বাগদি-(১৫)। বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে। নাবালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, বিষ সম্পর্কে নানা রকম কৌতুহল থেকে পরিবারের অজ্ঞাতে লুকিয়ে লুকিয়ে প্রায় প্রতিদিনই অল্প অল্প করে বিষ পান করতে শুরু করে নিতাই বাগদি।
আরও পড়ুন: পৃথিবীর অবস্থা এত খারাপ! টাল খেয়ে গিয়েছে পূর্ব দিকে, বিপদ নাকি ডেকে এনেছে ভারত! শুনে আঁতকে উঠবেন
advertisement
কিছু হচ্ছে না দেখে গত শুক্রবার সেই বিষই নিতাই বাগদি বেশী পরিমাণে পান করে নেয়। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে প্রথমে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়। নাবালকের কাকা গৌরাঙ্গ বাগদি জানান, নিতাই স্থানীয় সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত। কেন এমনটা করল, ওকে জিজ্ঞাসা করেছিলাম। আমাকে বলল, “বিষ কেমন খেতে হয় জানার জন্য খেয়েছিলাম।”