TRENDING:

Poila Boishakh 2024 Digha Trip : পয়লা বৈশাখ বা গরমের ছুটি, দিঘা বেড়ানোর মজা এবার দ্বিগুণ! বিরাট পদক্ষেপ প্রশাসনের

Last Updated:

Poila Boishakh 2024 Digha Trip : দিঘার ওয়াটার রাইডগুলির সুরক্ষা নিয়ে কড়া প্রশাসন। দিঘার ওয়াটার রাইড ব্যবস্থা খতিয়ে দেখতে হয়েছে নানা উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই দিঘায় পর্যটকের ঢেউ বাঁধ ভাঙছে। শেষ কয়েক বছরে দিঘায় পর্যটকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রতি ঋতুতে। দিঘায় পর্যটকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সতর্ক প্রশাসন। এ বার গরমের ছুটিতে দিঘা এলে নিশ্চিন্তে উপভোগ করুন বিভিন্ন ওয়াটার রাইডের মজা। দিঘার নানা ধরনের ওয়াটার রাইডগুলির সুরক্ষা নিয়ে কড়া নজরদারি রাখছে প্রশাসন। দিঘার ওয়াটার রাইড ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে প্রশাসন।
advertisement

দিঘাকে পর্যটকদের কাছে আরও সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলতে একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। মেরিন ড্রাইভ থেকে জগন্নাথ মন্দির, যা চকচকে সি বিচ একাধিক পার্ক পর্যটকের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। বর্তমানে দিগার ব্র্যান্ড ভ্যালু অনেকটাই আন্তর্জাতিক মানের।

আরও পড়ুনঃ গরমে বাড়ির তুলসি গাছ দু-দিন পর পরই শুকিয়ে ‌যাচ্ছে? ২ মিনিটেই মুশকিল আসান! সবুজ পাতায় ভরবে গাছ

advertisement

অন্যান্য সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রের মতো দিঘাতেও নানান ধরনের ওয়াটার রাইডের অ্যাডভেঞ্চার উপভোগ করছে পর্যটকেরা। দিঘায় মূলত স্পিডবোট, প্যারাসুট, প্যাডেল বোটিং প্রভৃতি ওয়াটার রাইড রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ওয়াটার রাইডগুলি পরিচালনা করে। দিঘায় স্পিডবোটই বেশি জনপ্রিয়। উত্তাল সমুদ্রের বুক চিরে তীব্র বেগে ছুটে চলে স্পিডবোট। দিঘায় সমুদ্র স্নানের পাশাপাশি স্পিডবোট চেপে সমুদ্রে পাড়ি দেওয়ার মজা উপভোগ করেন বহু পর্যটকরা।

advertisement

View More

ওয়াটার রাইড অ্যাডভেঞ্চারের মজা নিতে গিয়ে অনেক সময় পর্যটকেরা বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন থাকে। মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। পাশাপাশি উপযুক্ত লাইসেন্স ছাড়া দিঘা সমুদ্রে বিভিন্ন ওয়াটার রাইড চালানো হয় বলে অভিযোগ। সমুদ্র স্নানের সময়ে কখনও সরাসরি ধাক্কা লেগে, কখনও পাখার ধাক্কায় জখম হন পর্যটকরা। যদিও দুর্ঘটনার পর দায় কেউ নিতে চায় না। কিছু সংস্থা লাইসেন্স নিয়ে ওয়াটার রাইড চালায়।

advertisement

আরও পড়ুনঃ ১৪ নাকি ১৫ এপ্রিল? এ বছর পয়লা বৈশাখ আদৌ কবে? কবে রয়েছে রাজ্যে সরকারি ছুটি? জানুন

তবে কিছু সংস্থা রয়েছে, যাদের কাছে কোনও লাইসেন্স নেই বলে অভিযোগ। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, লাইসেন্স ছাড়া এই ব্যবসা যাতে কেউ না করতে পারে, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব রকম সুরক্ষা ও নিয়ম মেনে দিঘায় ওয়াটার রাইড চলছে কিনা তাতে করা নজরদারি দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।

advertisement

দিঘা শংকরপুর ইউনিয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য বলেন, ‘দিঘার ওয়াটার রাইড নিয়ে অনেক ধরনের অভিযোগ উঠেছিল। সব কিছু খতিয়ে দেখা হয়। ওয়াটার রাইড নিয়ে পর্যটকদের বিশেষ আগ্রহ রয়েছে। তাই এদিকে নজর দেওয়া হচ্ছে। নিয়ম-কানুন ও সুরক্ষা মেনে ওয়াটাররাইড চলছে কিনা সে বিষয়ে নজরদারি চলছে।’ ওয়াটার রাইড যাবতীয় নিয়ম মানা হচ্ছে কিনা বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কিনা, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর। দুর্ঘটনা এড়ানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং কোনওভাবেই যাতে কেউ লাইসেন্স ছাড়া ওয়াটার রাইডের ব্যবসা না চালায় তা নিশ্চিত করেছ প্রশাসন।

সেরা ভিডিও

আরও দেখুন
পর্যটনের মরশুমে পুরুলিয়ায় বাড়তি নিরাপত্তা, জনপ্রিয় স্পটে চালু বন দফতরের হেল্প ডেস্ক
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poila Boishakh 2024 Digha Trip : পয়লা বৈশাখ বা গরমের ছুটি, দিঘা বেড়ানোর মজা এবার দ্বিগুণ! বিরাট পদক্ষেপ প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল