দিঘাকে পর্যটকদের কাছে আরও সুন্দর সাজিয়ে গুছিয়ে তুলতে একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। মেরিন ড্রাইভ থেকে জগন্নাথ মন্দির, যা চকচকে সি বিচ একাধিক পার্ক পর্যটকের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। বর্তমানে দিগার ব্র্যান্ড ভ্যালু অনেকটাই আন্তর্জাতিক মানের।
আরও পড়ুনঃ গরমে বাড়ির তুলসি গাছ দু-দিন পর পরই শুকিয়ে যাচ্ছে? ২ মিনিটেই মুশকিল আসান! সবুজ পাতায় ভরবে গাছ
advertisement
অন্যান্য সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রের মতো দিঘাতেও নানান ধরনের ওয়াটার রাইডের অ্যাডভেঞ্চার উপভোগ করছে পর্যটকেরা। দিঘায় মূলত স্পিডবোট, প্যারাসুট, প্যাডেল বোটিং প্রভৃতি ওয়াটার রাইড রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ওয়াটার রাইডগুলি পরিচালনা করে। দিঘায় স্পিডবোটই বেশি জনপ্রিয়। উত্তাল সমুদ্রের বুক চিরে তীব্র বেগে ছুটে চলে স্পিডবোট। দিঘায় সমুদ্র স্নানের পাশাপাশি স্পিডবোট চেপে সমুদ্রে পাড়ি দেওয়ার মজা উপভোগ করেন বহু পর্যটকরা।
ওয়াটার রাইড অ্যাডভেঞ্চারের মজা নিতে গিয়ে অনেক সময় পর্যটকেরা বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন থাকে। মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। পাশাপাশি উপযুক্ত লাইসেন্স ছাড়া দিঘা সমুদ্রে বিভিন্ন ওয়াটার রাইড চালানো হয় বলে অভিযোগ। সমুদ্র স্নানের সময়ে কখনও সরাসরি ধাক্কা লেগে, কখনও পাখার ধাক্কায় জখম হন পর্যটকরা। যদিও দুর্ঘটনার পর দায় কেউ নিতে চায় না। কিছু সংস্থা লাইসেন্স নিয়ে ওয়াটার রাইড চালায়।
আরও পড়ুনঃ ১৪ নাকি ১৫ এপ্রিল? এ বছর পয়লা বৈশাখ আদৌ কবে? কবে রয়েছে রাজ্যে সরকারি ছুটি? জানুন
তবে কিছু সংস্থা রয়েছে, যাদের কাছে কোনও লাইসেন্স নেই বলে অভিযোগ। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, লাইসেন্স ছাড়া এই ব্যবসা যাতে কেউ না করতে পারে, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব রকম সুরক্ষা ও নিয়ম মেনে দিঘায় ওয়াটার রাইড চলছে কিনা তাতে করা নজরদারি দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।
দিঘা শংকরপুর ইউনিয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য বলেন, ‘দিঘার ওয়াটার রাইড নিয়ে অনেক ধরনের অভিযোগ উঠেছিল। সব কিছু খতিয়ে দেখা হয়। ওয়াটার রাইড নিয়ে পর্যটকদের বিশেষ আগ্রহ রয়েছে। তাই এদিকে নজর দেওয়া হচ্ছে। নিয়ম-কানুন ও সুরক্ষা মেনে ওয়াটাররাইড চলছে কিনা সে বিষয়ে নজরদারি চলছে।’ ওয়াটার রাইড যাবতীয় নিয়ম মানা হচ্ছে কিনা বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কিনা, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর। দুর্ঘটনা এড়ানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এবং কোনওভাবেই যাতে কেউ লাইসেন্স ছাড়া ওয়াটার রাইডের ব্যবসা না চালায় তা নিশ্চিত করেছ প্রশাসন।
সৈকত শী