TRENDING:

PM Narendra Modi: পাইপলাইনে গ্যাস, সেতু...! হাজার হাজার কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে বাংলা পাচ্ছে যেসব প্রকল্প

Last Updated:

PM Narendra Modi: শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু'টি অনুষ্ঠান রয়েছে। জনসভার পাশাপাশি থাকবে সরকারি প্রকল্পের উদ্বোধন। প্রধানমন্ত্রীর দু'টি কর্মসূচি হবে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’টি অনুষ্ঠান রয়েছে। জনসভার পাশাপাশি থাকবে সরকারি প্রকল্পের উদ্বোধন। প্রধানমন্ত্রীর দু’টি কর্মসূচি হবে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে।
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
advertisement

পশ্চিম বর্ধমানের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী, এই অঞ্চলের তেল ও গ্যাস পরিকাঠামোকে উজ্জীবিত করতে প্রধানমন্ত্রী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর সিটি গ্যাস বন্টন প্রকল্পের উদ্বোধন করবেন। ১,৯৫০ কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় এই প্রকল্প চালু হচ্ছে। এর সাহায্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাড়িগুলিতে পিএনজি সংযোগ প্রদান করা হবে। এই প্রকল্পে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

advertisement

আরও পড়ুন: সুখ-শান্তিতে ভরবে সংসার, খুলে যাবে কপাল…! শ্রাবণ মাসে মেয়েরা এই রঙের চুড়ি পরলেই দেখতে পাবেন আসল কামাল

View More

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার দীর্ঘ দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনটি জাতির উদ্দ্যেশে উৎসর্গ করবেন। এটি প্রধানমন্ত্রীর ‘উর্জা গঙ্গা’ প্রকল্পের অন্তর্ভুক্ত। দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১,১৯০ কোটি টাকা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্য দিয়ে এই পাইপলাইন যাবে। পরিচ্ছন্ন বায়ু ও স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে তাঁর প্রতিশ্রুতিবদ্ধতা পূরণে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে রেট্রোফিটিং পলিউশন কন্ট্রোল সিস্টেম ফ্লু গ্যাস ব্যবস্থার (এফজিডি) সূচনা করবেন। রেল পরিকাঠামোকে উজ্জীবিত করতে প্রধানমন্ত্রী পুরুলিয়া থেকে কোটশিলা পর্যন্ত রেললাইন ডাবলিং করার কাজটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

advertisement

প্রধানমন্ত্রী পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরে সেতু ভারতম কর্মসূচির আওতায় ৩৮০ কোটি টাকা ব্যয়ে দুটি সেতুর উদ্বোধন করবেন। এই সেতু ও ওভারব্রিজগুলি যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি, রেলের লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা রুখতেও সহায়ক হবে। বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএএমসি বা এইচএফসিএল কারখানা খোলা প্রসঙ্গে শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে বলেন, “এক বছরের মধ্যে দুর্গাপুরের উন্নতি মানুষ দেখতে পাবে। ২০২৬ এর সেপ্টেম্বর মাসে শিল্পের পরিস্থিতি তৈরি হবে। দুর্গাপুরে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ বাড়াচ্ছে। যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় রাজ্য সমন্বয়ের মাধ্যমে তার পুনরুজ্জীবিত করা হবে। পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নের সূচনা হবে দুর্গাপুর দিয়ে। পুরানো দুর্গাপুরের প্রানের স্পন্দন ফেরান হবে। রাজ্যে হরিয়ানা, মহারষ্ট্র, মডেলে শিল্পোন্নয়ন হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দীপিকা সরকার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PM Narendra Modi: পাইপলাইনে গ্যাস, সেতু...! হাজার হাজার কোটি টাকার প্রকল্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে বাংলা পাচ্ছে যেসব প্রকল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল