TRENDING:

বামেদের সরাতে অনেকসময় লেগেছে, কিন্তু তৃণমূলের জুলুম থেকে মুক্তি মিলবে কয়েক মাসেই: মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: ১৯-এর ভোটই এখন গেরুয়া শিবিরের পাখির চোখ হলেও বাংলা দখল এখন বিজেপির আসল উদ্দেশ্য তা আরও একবার স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদি ৷ সোমবার মেদিনীপুরে কৃষক কল্যাণ সভার মঞ্চ থেকে তৃণমূল সরকারের উদ্দেশে প্রবল তোপ দাগলেন প্রধানমন্ত্রী ৷ বলেন, রাজ্যের বর্তমান অবস্থা বাম আমলের থেকেও খারাপ ৷ কয়েক মাসের মধ্যেই যে রাজ্যে সরকারে রঙ পরিবর্তন ঘটবে তার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপির প্রধান মুখ ৷
advertisement

পঞ্চায়েত ভোটের পর কংগ্রেস, সিপিআইএমকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ তাই বাংলা দখলের স্বপ্ন নিয়ে আরও এগোতে চাইছে বিজেপি ৷ তাই এরাজ্য নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে অমিত শাহ-মোদি জুটি ৷ তাঁর ঝলক ধরা পড়ল এদিন মোদির ভাষণে ৷ রাজ্য সরকার তথা তৃণমূল নেত্রীর উদ্দেশে মোদির কটাক্ষ - ‘গণতন্ত্রের হত্যা হচ্ছে বাংলায় ৷ বামেদের সরিয়ে এই বিপদ ডেকেছিলেন? বাম শাসনের থেকেও খারাপ অবস্থা রাজ্যের ৷ লোকতন্ত্রে বিশ্বাস করে না তৃণমূল ৷’

advertisement

আরও পড়ুন 

মোদির সভায় মঞ্চের অস্থায়ী ছাদ ভেঙে দুর্ঘটনা, আহত ২২, জখমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

এদিনের সভা থেকে সিন্ডিকেট দুর্নীতি থেকে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস একাধিক বিষয়ে রাজ্য সরকার ছিল নরেন্দ্র মোদির আক্রমণের নিশানায় ৷ এতেই শেষ নয়, রাজ্যের জোড়া ফুল সরকারকে মোদির বার্তা- ‘তৃণমূলের জুলুম থেকে মুক্তি চায় বাংলা ৷ যেভাবে ত্রিপুরায় মুক্তির সূর্য উঠেছে, পশ্চিমঙ্গেও সেই সাফল্য আসবে ৷ বামেদের হটাতে ৩৪ বছর সময় লেগেছে, কিন্তু আর কয়েকমাসের মধ্যেই তৃণমূলের জুলুম থেকে রক্ষা পাবে বাংলা ৷’

advertisement

মোদি সরকারকে দিল্লি থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। দেশের নানা রাজ‍্যের আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করার চেষ্টা করছেন। এই প্রেক্ষাপটে, মেদিনীপুরে কৃষক ক‍ল‍্যাণ সমাবেশের নামে কার্যত লোকসভা ভোটের প্রচারই শুরু করে দিলেন নরেন্দ্র মোদি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বামেদের সরাতে অনেকসময় লেগেছে, কিন্তু তৃণমূলের জুলুম থেকে মুক্তি মিলবে কয়েক মাসেই: মোদি