TRENDING:

Businessman Kidnap: "আমার বরকে বাঁচান," পুলিশকে ফোন করে কাতর আর্জি স্ত্রীর, ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে!

Last Updated:

জয় সরকারের বাড়ি পাঁচড়া এলাকায় হলেও তার ব্যবসা দুর্গাপুরে। পাঁচ জন মিলে ব্যবসায়ীকে একটি গাড়িতে চাপিয়ে আসানসোলের দিকে যেতে থাকে।  গাড়িতে ওই ব্যবসায়ী চাপানোর সময় ব্যবসায়ির স্ত্রীর কাছে  ৫০ লক্ষ টাকা মুক্তি পন চায় বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর: বাজারে গিয়ে স্ত্রীর সামনেই অপহরণ ব্যবসায়ীকে। গাড়িতে চাপানোর সময় ৫০ লক্ষ টাকা মুক্তি পনের দাবি করা হল। গ্রেফতার পাঁচজন। গ্রেফতার করল খয়রাশোল থানার পুলিশ৷ ব্যবসায়িক গন্ডোগোলের জেরে এই ঘটনা কিনা তা নিয়ে তদন্তে পুলিশ, অভিযোগকারী ব্যবসায়িও বিভিন্ন অপরাধ মূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর৷
Representative Image: Photo Courtesy Meta AI
Representative Image: Photo Courtesy Meta AI
advertisement

মোটা অঙ্কে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে সিনেমার কায়দায় এক ব্যবসায়ীকে অপহরণ৷ পুলিশের তৎপরতায় ভেস্তে গেল অপহরণকারীদের পরিকল্পনা। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল থানার পাঁচড়া এলাকায়। জানা গেছে, ঝাড়খণ্ড এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জনের একটি অপহরণকারীদের দল গাড়ি নিয়ে খয়রাশোল থানার পাঁচড়া বাজার এলাকা থেকে স্ত্রীর সঙ্গে বাজার করতে এসে ব্যবসায়ী জয় সরকারকে অপহরণের করে।

advertisement

আরও পড়ুনDigha Jagannath Temple RathYatra Prasad: দুয়ারে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার বিশেষ প্রসাদ, কী কী থাকবে প্যাকেটে? কবে পাবেন হাতে? রইল বিস্তারিত

জয় সরকারের বাড়ি পাঁচড়া এলাকায় হলেও তার ব্যবসা দুর্গাপুরে। পাঁচ জন মিলে ব্যবসায়ীকে একটি গাড়িতে চাপিয়ে আসানসোলের দিকে যেতে থাকে।  গাড়িতে ওই ব্যবসায়ী চাপানোর সময় ব্যবসায়ির স্ত্রীর কাছে  ৫০ লক্ষ টাকা মুক্তি পন চায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই তার স্ত্রী পুলিশকে খবর দেয়। খয়রাশোল থানার পুলিশ খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি এলাকায় টহলরত মোবাইল ভ্যানে থাকা পুলিশদের নির্দেশ দেন যে কোনও প্রকারে গাড়িটি আটকানোর। পুলিশ অপহরণকারীদের গাড়িটিকে ধাওয়া করে আটক করে থানায় নিয়ে আসে।

advertisement

এদিকে ব্যবসায়ী জয় সরকারের স্ত্রী তনুশ্রী সরকার খয়রাশোল থানায় লিখিত অভিযোগ করেন যে, ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। আর তা দিতে না পারলে তার স্বামী কাটা মুন্ডু রেললাইনের ধারে পড়ে থাকবে বলে হুমকি দেয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দুর্গাপুর এলাকার দেবাশীষ বন্দ্যোপাধ্যায় নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করে। যার প্রেক্ষিতে খয়রাসোল থানার পুলিশকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। পুলিশ সকলকে গ্রেফতার করে সেই সাথে স্কোরপিও গাড়ি, পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত করে।

advertisement

আরও পড়ুনPre Wedding Photo Shoot Destination: প্রি-ওয়েডিং ফটোশ্যুটের জন্য সুন্দর জায়গা খুঁজছেন? সুন্দর সবুজ ঘেরা এই লোকেশন হবে জীবনভরের frame

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে রাহুল ঠাকুর ঝাড়খণ্ডের এবং জিয়াউল সেখ, গৌরাঙ্গ সরকার,সেখ ফিরোজ ও দেবাশীষ বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে খয়রাশোল থানার পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে এই জয় সরকার এর বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভয়বাহ দুর্ঘটনা! দ্রুতে এল স্করপিও,রাস্তায় দাঁড়ানো ব্যক্তিকে টেনে নিয়ে ঢুকে গেল দোকানে,মৃত
আরও দেখুন

সুপ্রতিম দাস

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Businessman Kidnap: "আমার বরকে বাঁচান," পুলিশকে ফোন করে কাতর আর্জি স্ত্রীর, ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল