অক্সফোর্ডের ফেমস জার্নালে এই গবেষণাপত্র গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। এই প্রথম বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যে এই খোঁজ মিলল। এই সংক্রান্ত গবেষণা আরও চালানো হলে আগামীদিনে প্লাস্টিকজাত দ্রব্যের সঠিক সমাধান হবে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন: বাউল বেশে সিভিক ভলান্টিয়ার, ধরলেন সাড়া ফেলে দেওয়া গান! মন ভাল করা ব্যতিক্রমী দৃশ্য বীরভূমের রাস্তায়
advertisement
প্রতি বিলিয়ন বা ১০০ কোটি নিউক্লিওটাইডে প্রায় ৭৪৮ রকমের প্লাস্টিক ডিগ্রেডিং এনজাইমের সন্ধান মিলেছে। ১৭ ধরনের পলিমার ভেঙে সেগুলি তৈরি হয়েছে। এর মধ্যে ৭২.৯ শতাংশ সিন্থেটিক বা অপ্রাকৃতিক পলিমার এবং ২৭.১ শতাংশ প্রাকৃতিক পলিমার রয়েছে। গবেষণার নেতৃত্বে থাকা অধ্যাপক পুণ্যশ্লোক ভাদুড়ি জানিয়েছেন, সুন্দরবনে এ ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান মেলা যেমন অভিনব। প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়াগুলির মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক ধরনের থ্যালেট বা পলিমার সেখানে পাওয়া যাচ্ছে। যেগুলি প্লাস্টিক ভেঙেই তৈরি হয়। আবার ম্যানগ্রোভ উদ্ভিদও এক ধরনের থ্যালেট নিষ্কাশন করে। তবে, উদ্ভিদ থেকে আসা থ্যালেটগুলি প্রাকৃতিক হওয়ায় সেগুলি সহজেই প্রকৃতিতে মিশে যেতে পারে। তবে, প্লাস্টিক থেকে আসা থ্যালেটগুলির মধ্যে অনেক ভারী ধাতু এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক মিশে থাকে। তাই সেগুলি পরিবেশে মিশতেও সময় লাগে। এ নিয়ে এখনও নিরন্তর গবেষণা চালাতে হবে বলে মনে করছেন সকলেই। এখন দেখার ভবিষ্যতে এই বিষয়ে আরও কি তথ্য সামনে আসে।






