Civic Volunteer: বাউল বেশে সিভিক ভলান্টিয়ার, ধরলেন সাড়া ফেলে দেওয়া গান! মন ভাল করা ব্যতিক্রমী দৃশ্য বীরভূমের রাস্তায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
গেরুয়া পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতে দোতারা, একেবারে বাউল বেশে দাঁড়িয়ে তিনি গান ধরলেন, "নেশা করে গাড়ি চালাবি না রে ভাই, হেলমেট পরে চল রে ভাই..."।
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: গেরুয়া পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতে দোতারা, একেবারে বাউল বেশে দাঁড়িয়ে তিনি গান ধরলেন, “নেশা করে গাড়ি চালাবি না রে ভাই, হেলমেট পরে চল রে ভাই…”। চারপাশে জটলা, কেউ থামলেন মোটরবাইক নিয়ে, কেউ আবার ট্রাকের জানলা খুলে শুনলেন মন দিয়ে। এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরের দরবেশ মোড়ে।
খয়রাশোলের ট্রাফিক বিভাগের সিভিক ভলান্টিয়ার লক্ষ্মণ আঢ্য এদিন বাউল গানের মাধ্যমে পথচারী ও চালকদের মধ্যে সচেতনতার বার্তা ছড়ালেন। দুবরাজপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এই পথ সচেতনতা কর্মসূচিতে তিনি নিজের লেখা বাউল গান পরিবেশন করেন। তাঁর গানের মূল বার্তা হেলমেট ছাড়া বাইক চালানো নয়, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলা।
advertisement
আরও পড়ুন: ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়! পুরুলিয়ার শ্বেতার স্বপ্ন অন্যরকম, নিজের অদম্য চেষ্টায় সেই লড়াইয়ে সে সফল
advertisement
লক্ষ্মণ আঢ্য জানান, “আমি ছোটবেলা থেকেই বাউল গান করি। এখন ভাবলাম, যদি এই গান দিয়েই মানুষকে ভাল পথে চালানো যায়, তবে সেটাই বড় কাজ।” দুবরাজপুর ট্রাফিক বিভাগের ওসি সন্তু ব্যানার্জি বলেন, “আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। কিন্তু এবার একটু ভিন্নভাবে ভাবলাম। জানতে পারি, আমাদের সিভিক ভলান্টিয়ার লক্ষ্মণ বাউল গান করেন। তাই তাঁকেই বলি ট্রাফিক সচেতনতা নিয়ে গান লিখতে। দু’দিনের মধ্যেই গান তৈরি করে সে পরিবেশন করল। মানুষও দারুণভাবে গ্রহণ করেছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনা রুখতে ও পথ নিরাপত্তা নিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশ এই ধরনের উদ্যোগকে ভবিষ্যতেও চালিয়ে যেতে চায়। এদিনের এই বাউল গানের কর্মসূচি সেই প্রচেষ্টারই এক অনন্য উদাহরণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 10, 2025 2:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer: বাউল বেশে সিভিক ভলান্টিয়ার, ধরলেন সাড়া ফেলে দেওয়া গান! মন ভাল করা ব্যতিক্রমী দৃশ্য বীরভূমের রাস্তায়
