ওই সমস্ত এলাকার প্রায় ৪৪৩ টি বাড়ি থেকে ৪ কুইন্ট্যাল বর্জ্য প্লাস্টিক সংগ্ৰহ করা হয়। জানা গেছে পরবর্তীতে বর্জ্য প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে স্থানান্তরিত হয়ে বিটুমিনের রাস্তা তৈরিতে ব্যবহার হবে। কারণ বিটুমিন হল পেট্রোলিয়ামের একটি আঠালো, কালো এবং অত্যন্ত সান্দ্র তরল বা আধা-কঠিন রূপ। এর জলরোধী এবং বাঁধাই বৈশিষ্ট্যের কারণে এটি রাস্তা এবং মহাসড়ক নির্মাণে একটি অপরিহার্য উপাদান। বিটুমিন ছাড়া আধুনিক সড়ক নেটওয়ার্ক সম্ভব হত না।
advertisement
আরও পড়ুন : ফের হাতির আক্রমণ জঙ্গলমহলে, প্রাতঃকৃত্য সারতে গিয়ে মৃত্যু মহিলার
অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক গতিশীলতার জন্য রাস্তা অপরিহার্য, এবং রাস্তা নির্মাণে বিটুমিনের ব্যবহার আধুনিক কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিটুমিন নিশ্চিত করে যে রাস্তাটি টেকসই এবং দীর্ঘস্থায়ী, ভারী যানবাহন এবং চরম আবহাওয়া সহ্য করতে সক্ষম।ফলে এই বর্জ দিয়ে রাস্তা নির্মাণ করলে জঙ্গলমহলের রাস্তাঘাট থাকবে সুরক্ষিত।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এড়গোদা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ফুলমনি মুর্মু , স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টা গ্ৰুপের , বিনয় মাহাত, শশাঙ্ক মাহাত, চন্দ্রমোহন মাহাত এবং ওই সমস্ত এলাকার ১১০ জন সমাজসেবী মানুষ।
বুদ্ধদেব বেরা