TRENDING:

Jhargram News : এবার সুস্থ থাকবে জঙ্গলমহলের গ্রাম্য পরিবেশ! শুরু অভিনব উদ্যোগ 

Last Updated:

প্রায় ৪৪৩ টি বাড়ি থেকে ৪ কুইন্ট্যাল বর্জ্য প্লাস্টিক সংগ্ৰহ করা হয়। জানা গেছে পরবর্তীতে বর্জ্য প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে স্থানান্তরিত হয়ে বিটুমিনের রাস্তা তৈরিতে ব্যবহার হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : প্লাস্টিক দূষণ মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে জঙ্গলমহলেরএকাধিক এলাকায় হল বর্জ্য প্লাস্টিক সংগ্রহ অভিযান । এড়গোদা গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে এড়গোদা অঞ্চলের রাজপাড়া,কাঁটাশোল, নিশ্চিন্দিপুর, ধোবাকুঁড়িয়া সহ একাধিক এলাকায় মানুষ জনেরবাড়ি বাড়ি গিয়ে বর্জ্য প্লাস্টিক সংগ্ৰহ করা হয়। এছাড়াও এড়গোদা গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুপুর নাগাদ এলাকার প্রায় ১০০ জনেরও বেশি দুঃস্থ মানুষ জনদের নতুন বস্ত্র বিতরণ করা হয়।
advertisement

ওই সমস্ত এলাকার প্রায় ৪৪৩ টি বাড়ি থেকে ৪ কুইন্ট্যাল বর্জ্য প্লাস্টিক সংগ্ৰহ করা হয়। জানা গেছে পরবর্তীতে বর্জ্য প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে স্থানান্তরিত হয়ে বিটুমিনের রাস্তা তৈরিতে ব্যবহার হবে। কারণ বিটুমিন হল পেট্রোলিয়ামের একটি আঠালো, কালো এবং অত্যন্ত সান্দ্র তরল বা আধা-কঠিন রূপ। এর জলরোধী এবং বাঁধাই বৈশিষ্ট্যের কারণে এটি রাস্তা এবং মহাসড়ক নির্মাণে একটি অপরিহার্য উপাদান। বিটুমিন ছাড়া আধুনিক সড়ক নেটওয়ার্ক সম্ভব হত না।

advertisement

আরও পড়ুন : ফের হাতির আক্রমণ জঙ্গলমহলে, প্রাতঃকৃত্য সারতে গিয়ে মৃত্যু মহিলার

অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক গতিশীলতার জন্য রাস্তা অপরিহার্য, এবং রাস্তা নির্মাণে বিটুমিনের ব্যবহার আধুনিক কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিটুমিন নিশ্চিত করে যে রাস্তাটি টেকসই এবং দীর্ঘস্থায়ী, ভারী যানবাহন এবং চরম আবহাওয়া সহ্য করতে সক্ষম।ফলে এই বর্জ দিয়ে রাস্তা নির্মাণ করলে জঙ্গলমহলের রাস্তাঘাট থাকবে সুরক্ষিত।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এড়গোদা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ফুলমনি মুর্মু , স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টা গ্ৰুপের , বিনয় মাহাত, শশাঙ্ক মাহাত, চন্দ্রমোহন মাহাত এবং ওই সমস্ত এলাকার ১১০ জন সমাজসেবী মানুষ।

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : এবার সুস্থ থাকবে জঙ্গলমহলের গ্রাম্য পরিবেশ! শুরু অভিনব উদ্যোগ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল