TRENDING:

South 24 Parganas News: তালের আঁটি দিয়ে নদীপাড়ে স্বপ্ন বুনছে পড়ুয়ারা! ৬ মাস পেরোলেই আর চিন্তা নেই...

Last Updated:

সকলের হাতে তালের আঁটি। সেগুলি নিয়ে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে একদল কিশোর-কিশোরী। তাদের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক রামপদ মন্ডল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ: সকলের হাতে তালের আঁটি। সেগুলি নিয়ে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে একদল কিশোর-কিশোরী। তাদের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক রামপদ মন্ডল।
advertisement

ঘূর্ণিঝড় ইয়াসে সুন্দরবন এলাকার একাধিক নদীবাঁধ ভেঙেছিল। কেন এই নদীবাঁধ ভাঙছে তার কারণ খুঁজতে গিয়ে কাকদ্বীপের শিক্ষক রামপদ মন্ডল দেখতে পান নদীর বাঁধে পর্যাপ্ত গাছের অভাব রয়েছে। যে সমস্ত গাছ রয়েছে তার শিকড় মাটির অনেক নীচ পর্যন্ত যায় না।

আরও পড়ুন- ৬ জন স্বামীর থেকে খোরপোশ নেন! শুধু ৭ নম্বর বিয়ের পর বেকায়দায় এই মহিলা

advertisement

এই সমস্যা সমাধানের জন্য নদীর তীরে তাল ও খেজুর জাতীয় গাছ বসানোর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি‌। সেই থেকে শুরু হয় ছাত্র-ছাত্রীদের নিয়ে তালগাছ বসানোর কাজ। গাছ থেকে পাকা তাল কুড়িয়ে এনে সেই তালের আঁটি সংগ্রহ করেন তাঁরা। এর পর সেগুলি সরাসরি মাটিতে বসিয়ে দেন সকলে।

পাঁচ থেকে ছয় মাস পর তা থেকে চারাগাছ বের হয়। নদীবাঁধগুলিতে ব‍্যাপক হারে তালগাছ লাগানো হলে নদীবাঁধের ভূমিক্ষয় যেমন কমবে। তেমনই নদীবাঁধ সংলগ্ন এলাকার মানুষজনগুলির আর্থসামাজিক উন্নয়নও ঘটবে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন- জ্বালা, বুক জ্বালা? মুঠো মুঠো অ্যান্টাসিড না গিলে খেয়ে দেখুন এই খাবারগুলো

তালপাতার পাখা, চাটাই-সহ তালগাছের কান্ড দিয়ে নৌকাও বানানো যেতে পারে। এর ফলে এ উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে সৌম্যশ্রী দাস নামের এক কিশোরী জানান, এই যে তাল বীজ তারা লাগিয়ে যাচ্ছেন একসময় এই গাছগুলি বড় হয়ে উঠলে নদীর ভাঙন অনেকটাই রোখা যাবে। তখন নিঃসন্দেহে এক বিপ্লব ঘটে যাবে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: তালের আঁটি দিয়ে নদীপাড়ে স্বপ্ন বুনছে পড়ুয়ারা! ৬ মাস পেরোলেই আর চিন্তা নেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল