চাঁচলের বড়মনি লিচুবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে ভিন রাজ্যের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শুক্রবার তোলা হয় চাঁচোল মহকুমা আদালতে
জানা গিয়েছে, সোর্স মারফত বিহার থেকে এরাজ্যে অস্ত্র পাচার হবে বলে জানতে পারে পুলিশ। সেই মতো ফাঁদ পাতা হয়। ক্রেতার ছদ্মবেশে। নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকে পুলিশ।
advertisement
আরও পড়ুন- Bankura news : অষ্টমীর রাতে বন্ধুরা ডেকে নিয়ে যায় যুবককে! তিন দিন পর ভয়াবহ অবস্থা হল যুবকের!
এর পর অস্ত্র সহ পাকড়াও করা হয় বিহারের কাটিহারের বাসিন্দা ওই ব্যক্তিকে।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পাইপগানগুলির প্রত্যেকটি নতুন। কোনও গুলি উদ্ধার হয়নি। এতেই পুলিশের অনুমান পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়।
দিন কয়েক আগেও মালদহের চাঁচলের মহানন্দপুর অঞ্চলে কালিয়াপাড়া এলাকা থেকে অস্ত্র উদ্ধার করে চাঁচোল থানার পুলিশ। এভাবে ঘনঘন অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের অনুমান, বিহার থেকে এ রাজ্যে অস্ত্র সরবরাহ চক্র সক্রিয়।
চাঁচোলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল জানান, গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। মকদমপুর পঞ্চায়েত এলাকায় একটি লিচু বাগানে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- আকাশ থেকে শ'য়ে শ'য়ে নেমে এলো বালিহাঁস ! কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ
ধৃত ব্যক্তিকে হেফাজতে পাওয়া গেলে তাকে জেরা করে অস্ত্র কারবারের আরও তথ্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ। এই ঘটনার জেরে বাংলা- বিহার সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র আমদানির পেছনে শাসকদলের হাত থাকতে পারে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের পাল্টা দাবি, পুলিশ সক্রিয় ছিল বলেই অস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার ও প্রয়োজনীয় পদক্ষেপ নিক পুলিশ।