পৌরসভার পক্ষ থেকে বহরমপুরের সৈদাবাদে জলের পাইপ লাইনের কাজ চলছে কয়েকদিন ধরে। মঙ্গলবার কাজ চলার সময়েই এই দুর্ঘটনা ঘটে। দমকলের কর্মী ও স্থানীয় মানুষজন উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে ১জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ২জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় বহরমপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন - Weather Forecast: লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, প্রকৃতির রূপ বদলে ভুলবেন না, সামনে আছে বড় চমক
উদ্ধারকারী কৌশিক দাস বলেন, বেশ কিছুদিন ধরেই জলের পাইপ লাইনের কাজ চলছে ওই এলাকায়। এদিন হঠাৎই কাজ চলাকালীন ধস নামায় তিনজন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যায়। দমকল এলেও উদ্ধার করতে বেশ কিছু সময় লেগে যায়। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপর একজন শ্রমিক বাবলু শেখ বলেন, ‘‘প্রায় ১০ ফুট গভীর গর্তের নীচে ওরা তিনজন কাজ করছিল। আমরা উপরে ৬জন কাজ করছিলাম। হঠাৎই ধস নেমে এই দুর্ঘটনা ঘটে।’’ প্রসঙ্গত, গঙ্গার জলে শহরের যে নোংরা জল নামে তা পরিশোধন করে তা গঙ্গার জলে পড়বে। সেই জল প্রকল্পের কাজ চলছিল বহরমপুর পুরসভার পক্ষ থেকে। এরপরেই সৈদাবাদ এলাকায় বেশকিছুদিন ধরে এই পাইপ লাইনের কাজ চলছিল। এরপর হঠাৎ করে চাপা পড়ে যায় ৩ শ্রমিক।
এক শ্রমিককে বের করা গেলেও ২জনকে বের করে আনা যায়নি। দমকলের কর্মীরা মাটির নীচ থেকে ওই দুই কর্মীকে উদ্ধার করে। যদিও একজন মারা গেলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে। দমকলের কর্মীরা মাটির নীচ থেকে ওই দুই কর্মীকে উদ্ধার করে। যদিও একজন মারা গেলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে।
Pranab Kumar Banerjee