এক সময় এই রাস্তাটি পিচ রাস্তা থাকলেও দীর্ঘ সময় মেরামত না হওয়ায় যাতায়াত করার মত অবস্থায় ছিল না। বর্তমানে এই রাস্তাটি অত্যন্ত খারাপ দশা হয়ে দাঁড়িয়েছিল। তাই এলাকার মানুষদের দাবি মেনে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দফতরের পক্ষ থেকে এই রাস্তাটি নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ করা হয়। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ হংসেশ্বর মাহাত বলেন , ‘‘এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল এই রাস্তা সংস্কার করার। তাদের দাবি মেনে এই কাজ সম্পন্ন হয়েছে।’’
advertisement
আরও পড়ুন : বিষাক্ত হলেও এই ফুলগাছের শিকড়ে সোনা হবে আপনার কপাল! যা চাইবেন তাই দেবেন মহাদেব
পুরুলিয়ার অন্যতম তীর্থস্থান গৌরীনাথ ধাম যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় এটি। তাই এই রাস্তা সংস্কার হলে অনেকটাই উপকৃত হবেন দর্শনার্থীরা। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থানুকুল্যে এই কাজ সম্পন্ন হয়েছে।
চিড়কার গৌরীনাথ ধাম জেলার একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। সারা বছরই এই জায়গায় ভক্ত সমাগম হয়ে থাকে। গুরুত্বপূর্ণ এই তীর্থস্থানে যাওয়া এবার অনেকখানি সহজ হয়ে উঠল এই রাস্তা নির্মাণের জন্য।