বাসিন্দারা বলছেন, বড়দিনের তুলনায় নতুন বছরের এই প্রথম দিনে তুলনামূলক শীত বেশি ছিল। গত দু-তিন দিন ধরেই একটু বাড়তি শীত অনুভব করা গেছে। সেই শীতকে সঙ্গী করে পিকনিকে মেতেছেন অনেকেই। জেলার বাইরে থেকেও বর্ধমানের জনপ্রিয় পিকনিক স্পট গুলিতে গাড়ি ভাড়া করে এসেছিলেন অনেকেই। বর্ষশেষকে টেক্কা দিল বর্ষবরণের ভিড়।
আরও পড়ুন - Sarkari Chakri: ২০২৩ -এ ৩০ হাজার নতুন সরকারি চাকরির সম্ভার! ১২ -পাস করা ব্যক্তিও করতে পারেন আবেদন
advertisement
সবুজ আলু জমি। হলুদ ফুলে ভরা সরষের ক্ষেত। তার মাঝেই একদিকে চললো রান্নাবান্না, অন্যদিকে নদীর জলে পা ডুবানোর মজা নিলেন প্রকৃতি প্রেমিকরা। নাচে গানে হুল্লোড়ে উৎসবের পরিবেশ বর্ধমানের সদরঘাট, লাকুড্ডি জলকল মাঠ জুড়ে। ছোটরা মেতে উঠেছিল ব্যাডমিন্টন,ক্রিকেট খেলায়। ঘুড়িও ওড়ালেন অনেকে। সব মিলিয়ে ঘরের বাইরে সারাদিন নতুন বছরের মজা নিলেন অনেকেই।
আরও পড়ুন - Horoscope 2023: নতুন বছরে এই রাশিদের জীবনে বড় বদলের ইঙ্গিত, আপনার জীবনেও কি হবে ওলটপালট, রইল রাশিফল
ব্যাপক ভিড় দেখা গেল কাঞ্চননগরের প্রান্তিকে, জলকল মাঠে। বর্ধমানের দামোদরের তীরে ইদিলপুর, গৈতানপুর চরমানা, উদয় পল্লী সংলগ্ন দামোদরের তীরের ফরেস্ট, পাল্লা রোডে দামোদরের তীরে বনভোজনের মজা উপভোগ করছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসিন্দারা। সব মিলিয়ে সাউন্ড বক্স বাজিয়ে নাচ, শীতের মিষ্টি রোদ পিঠে নিয়ে পছন্দের খাবারে রসনা পরিতৃপ্ত করার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ পালন করছেন অনেকেই।কালনায় ভাগীরথীর তীরে এবং কাটোয়া মহাকুমার ভাগীরথী ও অজয়ের তীরে বিভিন্ন পিকনিক স্পটগুলিতেও ব্যাপক ভিড় লক্ষ করা গিয়েছে। ব্যাপক ভিড় ছিল পূর্বস্থলীর চুপিচরে। পিকনিক শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন পিকনিক স্পটই ছিল পুলিশের বাড়তি নজরদারি।
Saradindu Ghosh