আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?
হাড় কাঁপানো শীত ছিল না। তবুও যে শীত ছিল তা উপভোগ্য। সেই শীতের মিঠে রোদ পিঠে নিয়ে সকাল সকাল অনেকেই পৌঁছে গিয়েছিলেন বর্ধমানের পিকনিক স্পটগুলিতে। বড়দিন থেকেই পিকনিকের মরশুম শুরু হয়ে গেল বলাই যায়। এরপর রয়েছে বর্ষশেষ, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানানোর পালা। ওই দিনগুলিতেও বরাবর ব্যাপক ভিড় দেখা যেতে পারে পিকনিক স্পটগুলিতে।
advertisement
আরও পড়ুন: বসের সঙ্গে সঙ্গম করতে হবে, স্ত্রীকে জোর করলেন স্বামী! না মানতেই তিন তালাক
এদিন ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে বর্ধমানের সদরঘাটে দামোদরের চরে। দামোদরের বালিয়ারি চিকচিক করা জলকে সাক্ষী রেখে চলল চড়ুইভাতি। অনেককে দামোদরে নৌকোবিহার করতে দেখা গিয়েছে। রান্নাবান্নার সঙ্গেই চলেছে ব্যাডমিন্টন, ঘুড়ি ওড়ানো, নাচগান।
ভিড় লক্ষ্য করা গিয়েছে বর্ধমানের ইদিলপুর, পাল্লা রোডে দামোদরের তীরে। অনেকেই আবার গিয়েছিলেন আউশগ্রামের জঙ্গলে। সেখানে ভালকিমাচানে ছিল উপচে পড়া ভিড়। জঙ্গলে ঘোরার পাশাপাশি অনেকে ঘুরে দেখেছেন ইছাই ঘোষের দেউল, বর্ধমান রাজার তৈরি জলটুঙ্গি। ওড়গ্রামের জঙ্গলেও ছিল পিকনিক পার্টির ভিড়।