স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার খেয়া রাস্তার মোড়ে সোমবার রাত ১০টা নাগাদ চোলাই ভর্তি পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি উলুবেড়িয়া থানার হীরাপুর থেকে উলুবেড়িয়ার দিকে আসছিল। ভিতরে পুরো চোলাই মদ ভর্তি করা ছিল। গাড়িটি উল্টে যেতেই চোলাই ভর্তি প্যাকেটগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: চরম দুর্ভোগ! টানা বৃষ্টিতে বন্ধ দোকানপাট, মানুষের জীবিকা থমকে! কবে মিলবে স্বস্তি?
স্থানীয়রাই জানিয়েছেন, চোলাই মদ বন্ধের জন্য প্রায় প্রতিদিনই আবগারি দফতর ও পুলিশ যৌথভাবে নানান জায়গায় হানা দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং। তাতে স্থানীয় বাসিন্দারা মনে করেছিলেন বেআইনি মদ ও চোলাইয়ের কারবার অনেকটাই হয়তো নিয়ন্ত্রণে আসবে। কিন্তু তারপরেও কীভাবে রাতের অন্ধকারে পিকআপ ভ্যান ভর্তি চোলাই পাচার হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে উল্টে না গেলে এটি হয়তো আটকানো যেতনা করে স্থানীয়দের অভিমত। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তঁদের দাবি, অবিলম্বে এলাকায় চোলাইয়ের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করা হোক।
আরও পড়ুন: প্রাচীন বটগাছের নিচে ৬ দশকের পুরনো ‘মানিকের’ স্মৃতি! এবার মালদহে নয়া পর্যটন কেন্দ্র! জোর জল্পনা
এদিকে উলুবেড়িয়া থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ পিকআপ ভ্যান এবং রাস্তায় ছড়িয়ে পড়া চোলাইয়ের প্যাকেটগুলো বাজেয়াপ্ত করে। তবে দুর্ঘটনার পরই ওই গাড়িতে থাকা চালকসহ অন্যান্যরা পালিয়ে গিয়েছে।