সীমান্তরক্ষী বাহিনীদের জেরায় ধৃত জানায়, সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল। কিন্তু সীমান্তে বিএসএফদের হাতে ধরা পড়ে যায়। ৫৪ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা করছে এবং এই কাজে সাফল্যও পেয়েছে।
ধৃত সোনার বিস্কুট দুটি কোথা থেকে এনেছিল এবং তা কোথায় পাচার করা হচ্ছি, সে বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তির জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত নদিয়া জেলার বেশ কিছু জায়গা বাংলাদেশের সীমান্তের সঙ্গে ভাগ করে নিয়েছে। চাপড়া, দত্তফুলিয়া, ভীমপুর, কৃষ্ণগঞ্জ ইত্যাদি বিভিন্ন এলাকাগুলির পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া ভাগ করে নিয়েছে। সেই কারণে নদিয়া জেলার বহু জায়গা থেকে একাধিক পাচার ও চোরা চালানের ঘটনা উঠে আসে প্রায়ই। অপরাধ দমন করতে তৎপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রতিনিয়ত সীমান্তে পাহারা দিয়ে চলেছেন তারা।
Mainak Debnath






