এদিন দীর্ঘক্ষণ বাস চলাচল বন্ধ থাকে। হয়রানির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। দূরদূরান্ত থেকে বাঁকুড়ায় আসা যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস চলাচল করছে না। এছাড়া বাঁকুড়া হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বহু রোগী। তাঁদের আত্মীয়রাও বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস চলছে না, তাঁরাও বাস পাননি। শেষমেষ বাসযাত্রীরা কার্যত বাধ্য হয় পথ অবরোধের সিদ্ধান্ত নেন।
advertisement
আরও পড়ুনঃ প্রভাবশালী যুব নেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! গ্রেফতার করল আমডাঙা থানার পুলিশ
শহর হোক বা শহরতলি, বাসের উপর নির্ভরশীল বহু নিত্যযাত্রী। স্বল্প খরচে যাতায়াতের জন্য এর চেয়ে ভাল বিকল্প খুব কমই রয়েছে। গোটা রাজ্যে রোজ হাজার হাজার মানুষ বাসে চেপে নিজের গন্তব্যে পৌঁছন। এদিন পারমিট সংক্রান্ত ঝামেলার কারণে বাঁকুড়া বাসস্ট্যান্ডে বাস চলাচল বন্ধ থাকে।
বাসস্ট্যান্ডে এসে যাত্রীরা দেখেন বাস চলছে না। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। বাঁকুড়া হাসপাতালে চিকিৎসা করাতে আসা বহু রোগীর আত্মীয়ও এই অসুবিধার মুখে পড়েন। শেষমেষ কার্যত বাধ্য হয় পথ অবরোধের সিদ্ধান্ত নেন বাসযাত্রীরা।