TRENDING:

নীলষষ্ঠী উপলক্ষ্যে বাসন্তীর বড় কাছারি মন্দিরে ভক্তদের ভীড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিষ্ণুপুর:  কথাতেই আছে বাঙ্গালীর বার মাসে তেরো পার্বণ। চৈত্র মাসের শেষের আগের দিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল বলে আজকের দিনটিকে 'নীলষষ্ঠী' বলা হয়। শিবের মাতায় ডাব ও দুধ দিয়ে মনসকামনা পূরণ করার ইচ্ছে নিয়ে শনিবার ভোর থেকেই বাসন্তীর বড় কাছারি মন্দিরে ভক্তদের ভীড় ।
advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার দক্ষিণ মোকামবেড়িয়া গ্রামের বাবা বড় কাছারি মন্দিরের চড়ক পুজো, সুন্দরবনের এক ঐতিহ্যবাহি চড়ক পুজো। এই পুজো প্রায় ৯৫ বছরের পুরনো। এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন নিশিকান্ত হালদার ও পুরোহিত সুধির চক্রবর্তী।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এলাকার মানুষের বিশ্বাস এই মন্দিরে পুজো দিলে মনের ইচ্ছা পুরন করেন বাবা ভোলানাথ। সেই মতন চৈত্র মাসের শুরু থেকে এই মন্দিরে ভক্তরা আসেন পুজো দেওয়ার জন্য। প্রতিদিন এই মন্দিরে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভক্তদের ভীড়। এই ভক্তদের হাতে ডাব ও দুধ।এই ভীড় সামাল দিতে হয় প্রশাসনের। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নীলষষ্ঠী উপলক্ষ্যে বাসন্তীর বড় কাছারি মন্দিরে ভক্তদের ভীড়