TRENDING:

এনআরসি আতঙ্ক, রেশন কার্ড সংশোধন করা জন্য ভোর থেকে লম্বা লাইন বিডিও অফিসে

Last Updated:

এনআরসির ভয়ে সমস্ত কাজ ফেলে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমডাঙা : এনআরসি আতঙ্কে ভোর থেকে চড়া রোদ উপেক্ষা করে আমডাঙা বিডিও অফিস থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক পযন্ত লম্বা লাইন।রেশন কার্ড সংশোধন করা জন্য ভোর থেকে আমডাঙা বিডিও অফিসে বৃদ্ধ ও বাচ্চা কোলে মহিলাদের লম্বা লাইন ৷ এনআরসির ভয়ে সমস্ত কাজ ফেলে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ ৷
advertisement

রেশন কার্ডের কাজ চলছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৷ কিন্তু লাইনে দাঁড়িয়ে চার থেকে পাঁচ হাজার মানুষ যারা ভোর থেকে লাইনে দাঁড়াছে তারাই সংশোধনের সুযোগ পাচ্ছে আর যারা ১১টার পর লাইনে দাঁড়াছে তাদের কোন কাজ হচ্ছে না ৷ এর জেরে আবার পরের দিন আসতে হচ্ছে ৷ এই নিয়ে কেউ কেউ তিন চার দিন সমস্ত কাজকাম ফেলে রেশন কার্ড সংশোধনের লাইনে দাঁড়াছে। অন্য দিকে বিজেপি এই এনআরসি যে ভাবে ভয় দেখাচ্ছে সেই আতঙ্কে মানুষের খাওয়া দাওয়া কাজকর্ম ফেলে ভোর থেকে লম্বা লাইন ৷ এনআরসি আতঙ্ক তাড়া করছে সাধারণ মানুষকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এনআরসি আতঙ্ক, রেশন কার্ড সংশোধন করা জন্য ভোর থেকে লম্বা লাইন বিডিও অফিসে