হুলা পার্টির সাহায্যে হাতির দলটিকে সরিয়ে সুরক্ষিত করা হয় এলাকাটিকে। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যান বনদফতের কর্মীরা। মাটি খোঁড়ার যন্ত্র এনে ঘণ্টা খানেকের চেষ্টায় গভীরতা কমানো হয় কুয়োটির। তারপর বনদফতরের কর্মীরা নিচে নেমে হাতিটিকে দড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে।
advertisement
হস্তি শাবকটি উপরে উঠতেই বনদফতরের কর্মীরা দেখে নেন শরীরে কোথাও আঘাত আছে কিনা। হুলা পার্টির সাহায্যে হাতির দলটিকে সরিয়ে সুরক্ষিত করা হয় এলাকাটিকে। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যান বনদফতরের কর্মীরা। শাবকটির শারীরিক কোনো অসুবিধে নেই সেই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই কাছেই দাঁড়িয়ে থাকা মা হাতির কাছে ছেড়ে দেওয়া হয় শাবকটিকে। এক বনকর্তা বলেন, "শাবকের মায়ের কাছে ফিরে যাওয়ার ঘটনা অনেকের কাছেই উদাহরণ সৃষ্টি করল। এই ঘটনা প্রমাণ করলো বন্যপ্রাণ সম্পর্কে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ছে।"
SHALINI DATTA