মাস দেড়েক আগে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের বারমেস্যা গ্রামে মনসা পুজো হয়। বহু মানুষের ভিড় হয় পুজোয়। প্রসাদে স্থানীয় রায় পরিবারের পোষ্য গরুর দুধ দিয়ে তৈরি সিন্নি বিলি করা হয়। গ্রামবাসীদের দাবি, এর কয়েকদিন পর জলাতঙ্কের উপসর্গ দেখা যায় গরুটির। পরে মারাও যায়। তাঁদের আরও দাবি, পশুচিকিৎসকও না কি বলেন, জলাতঙ্ক রোগেই মারা গিয়েছে গরুটি। এরপর থেকেই আতঙ্ক ছড়ায় গ্রামে।
advertisement
রোগে ভাগা গরুর দুধ তাঁদের কতটা ক্ষতি করেছে, তাই নিয়ে চিন্তায় বাসিন্দারা। ভিড় বাড়ছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। অনেক শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরও। আতঙ্কিত না হয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
তবে কবে ভ্যাকসিন পাওয়া যাবে বা কবে বিশেষ চিকিৎসক দল গ্রামে আসবেন, সেই অপেক্ষাতেই বারোমেস্যা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2019 8:49 PM IST
