TRENDING:

North 24 Parganas News: ১৬ বছর ধরে নিখোঁজকে বাড়ি ফেরাল সুন্দরবনের মানুষ

Last Updated:

ঐ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও হ্যাম রেডিওর সাহায্যে অবশেষে কালনার বাড়িতে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন রহিম শেখ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ১৬ বছর ধরে নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল সুন্দরবনের গ্রামবাসীরা। গায়ে মলিন পোশাক, নাম নেই, পরিচয় নেই! গত ২ মাস ধরে মাঝে মধ্যেই তাঁকে দেখা যাচ্ছিল এলাকায়। অচেনা অজানা পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এই মধ্যবয়স্ক ব্যক্তি! গত কয়েকদিন ধরে হিঙ্গলগঞ্জ এলাকার আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘটনাটি নজর এড়ায়নি এলাকার মানুষের। কে তিনি? কোথায় থেকে এসেছেন? পথচারী ও এলাকার অনেকেই ওই ভবঘুরের সঙ্গে কথা বলে নাম-পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু কারও কাছেই কিছু বলতে চাইতেন না তিনি। অবশেষে এলাকার মানুষ জানতে পারেন তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা ব্লকের মাথুরাতি এলাকায়।
advertisement

এরপর ঐ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও হ্যাম রেডিওর সাহায্যে অবশেষে কালনার বাড়িতে ফিরেছেন মানসিক ভারসাম্যহীন রহিম শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জ বাজারে বেশ কয়েকদিন ধরেই ঘোরাঘুরি করছিলেন রহিম শেখ। এলাকার মানুষ ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষের কাছে নিয়ে আসে।

advertisement

আরও পড়ুন: ‘পাগলা বাবার’ আপনজন হয়ে উঠেছেন হাসপাতালের কর্মীরাই

এরপর তাঁর খাওয়া দাওয়ার ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এরপরই হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ হয়। তাদের সাহায্যেই ওই ব্যক্তির বাড়ির ঠিকানা জানা যায়। এর পরপরই ওই ব্যক্তির পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জে পৌঁছলে এলাকার মানুষ তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ১৬ বছর ধরে নিখোঁজকে বাড়ি ফেরাল সুন্দরবনের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল