একদিকে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ভাগীরথী নদীতে বেড়েছে জলস্তর, অপরদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে আবারও নদীর পাড় ভাঙন শুরু হয়েছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ ঘাট এলাকায়। এখানে প্রায় ৭০০ পরিবারের বসবাস, সকলেই আতঙ্কে আছেন।
আরও পড়ুন: ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে সকালে স্কুল, ‘স্পেশাল ক্লাস’ পেয়ে খুশি পড়ুয়ারা
advertisement
এই পরিস্থিতিতে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, নদীর পাড় বাঁধনের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে বর্ষা এসে যাওয়ায় অল্প কিছু জায়গায় কাজ বাকি আছে। আর সেখানেই ভাঙন দেখা দিয়েছে। তবে অতি দ্রুত এই পাড় বাঁধানোর কাজ এবং ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে বলে তিনি জানান।
তবে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এখন একটাই চিন্তা, নতুন করে আবার যদি প্রবল বৃষ্টি নামে তাহলে ভাগীরথীর জলস্তর আরও বাড়বে। তখন ভাঙন সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে।
মৈনাক দেবনাথ