স্থানীয় সূত্রে খবর, জল নিকাশির ব্যবস্থার সময় মাফিক কাজ হয় না। যার ফলে নর্দমায় নোংরা জল উপচে পড়েছে। বৃষ্টি সামান্য হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে এলাকায়। নিত্যদিনের মানুষের দৈনন্দিন কাজ করতে হচ্ছে জমা জল পেরিয়ে। বৃষ্টির জমা জলে তৈরি হচ্ছে ডেঙ্গি মশা ও অন্যান্য পোকামাকড়ের আতঙ্ক! স্থানীয় মানুষদের দাবি, দীর্ঘ সময় ধরে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছেন তারা।
advertisement
প্রশাসনের কাছে বারংবার দ্বারস্থ হয়েছেন কিন্তু কোন সুফল মেলেনি বলে অভিযোগ। বিধায়ক অসিত মজুমদার কথা দিয়েছিলেন ওই এলাকা ঠিক করে দেবেন তবে প্রতিশ্রুতি সার! এ বিষয়ে স্থানীয়রা কাউন্সিলর তিনি জানান, ১০০ দিনের শ্রমিক কমে গেছে যে কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ বন্ধ হয়ে রয়েছে। তবে পুরসভার যে সমস্ত অস্থায়ী কর্মী রয়েছে তাদেরকে নিয়ে এসে এলাকায় নিকাশী নালা গুলি পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এই এলাকায় যে জল জমার সমস্যা তার দীর্ঘদিনের। এই বড় সমস্যা থেকে রেহাই পেতে গেলে বিশেষ প্ল্যানিং করে কাজ করতে হবে। বিধায়ক মহাশয় সেই প্ল্যানিং এর জন্য কাজ করছেন। আপাতত সাময়িক স্বস্তির জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন তা পুরসভা থেকে করা হচ্ছে। পুরসভার অস্থায়ী কর্মীদের নিয়ে এসে নর্দমা পরিষ্কার করা হচ্ছে যাতে জমা জল নেমে যেতে পারে।
রাহী হালদার