TRENDING:

সাধক বামাক্ষেপার ১৮২তম আবির্ভাব তিথি, ভক্তের ঢল নেমেছে আটলা গ্রামে

Last Updated:

বামাক্ষেপার জন্মদিবস উপলক্ষে আজ থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আটলা: সাধক বামাক্ষেপার ১৮২তম আবির্ভাব তিথি । মহাসমারোহে পালিত হচ্ছে বীরভূমের আটলা গ্রামে। ওই গ্রামেই জন্মেছিলেন তিনি। আজ ভোর থেকে শুরু হয়েছে চণ্ডীপাঠ। এরপর দ্বারকা নদী এবং এলাকার বিভিন্ন পুকুরের জল নিয়ে স্নান করানো হয় বামাক্ষেপাকে। সকালে রামপুরহাট থানার আটলা গ্রাম থেকে তাঁর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের করা হয়। সুসজ্জিত ওই শোভাযাত্রা তারাপীঠ মন্দির, শ্মশান প্রদক্ষিণ করে আটলা গ্রামে ফিরে যায়।
advertisement

বামাক্ষেপার জন্মদিবস উপলক্ষে আজ থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন। বামাক্ষেপা স্মৃতি রক্ষা সমিতির সম্পাদক কালীকিঙ্কর চট্টোপাধ্যায় বলেন, “১২৪৪ সালে এই শিব চতুদর্শীর দিনে সাধক বামদেব অটলা গ্রামে জন্ম গ্রহন করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

বাংলা ১৩৬২ সাল থেকে আটলা গ্রামে শিবচতুর্দশী তিথিতে বামাক্ষেপার আবির্ভাব তিথি পালন শুরু হয়। তিনদিন ধরে চলে উৎসব। এবারও গ্রামে বসেছে মেলা। আগামীকাল সমিতির পক্ষ থেকে ১০ হাজার মানুষের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। তিনদিন ধরে গ্রামে চলবে ভক্তিমূলক গীতি এবং বাউল গান।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাধক বামাক্ষেপার ১৮২তম আবির্ভাব তিথি, ভক্তের ঢল নেমেছে আটলা গ্রামে