TRENDING:

Durga Puja 2025: ৩৫০ বছরের পুরনো, এই পুজো দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ, কী হয় জানেন?

Last Updated:

Durga Puja 2025: জমিদারি প্রথার অবসান হয়েছে বহু আগে, কিন্তু জমিদারদের হাত ধরে শুরু হওয়া দুর্গাপুজোর ঐতিহ্য আজও বেঁচে আছে গুসকরার চোঙদার বাড়িতে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুসকরা, বনোয়ারীলাল চৌধুরী: জমিদারি প্রথার অবসান হয়েছে বহু আগে, কিন্তু জমিদারদের হাত ধরে শুরু হওয়া দুর্গাপুজোর ঐতিহ্য আজও বেঁচে আছে গুসকরার চোঙদার বাড়িতে। প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো এই দুর্গাপুজো এখনও সাবেকি আমলের রীতিনীতি মেনে চলে। বারান্দার পলস্তরা খসে পড়েছে, বয়সের ছাপ পড়েছে বাড়ির শরীরে, তবু ঐতিহ্য, ধুমধাম আর জাঁকজমকের এতটুকু ঘাটতি হয়নি।
advertisement

চোঙদার পরিবার একসময় চট্টোপাধ্যায় পদবি ব্যবহার করতেন, পরে পান ‘চোঙদার’ উপাধি। তাঁদের জমিদারি একসময় বিস্তৃত ছিল সাতটি গ্রাম জুড়ে। সেই সময় পুজোর দিনগুলোয় গ্রামের মানুষ ভিড় জমাতেন জমিদার বাড়ির দুর্গাদালানে। পুজো দেখে, ভোগ খেয়ে, পালাগান ও যাত্রা শুনে আনন্দে ফিরতেন ঘরে। দুর্গাদালানের পাশে আজও দাঁড়িয়ে আছে ভোগঘর আর ভগ্ন উনানগুলোর চিহ্ন, যেগুলো একসময় অন্নভোগ রান্নার সাক্ষী ছিল।

advertisement

আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র

চোঙদার বাড়ির পুজোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আজও সাবেকি ঐতিহ্যকে ধরে রেখেছে। প্রতিদিন অনুষ্ঠিত হয় হোম-যজ্ঞ। নবমীতে কুমারী পুজোর আয়োজন থাকে, আর মহাষ্টমীর অঞ্জলিতে উপচে পড়ে ভিড়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত চারদিন ধরে দুর্গাদালান জুড়ে সারাক্ষণ জ্বলে প্রদীপ।

advertisement

View More

আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিবারের সদস্যা মল্লিকা চোঙদার বলেন, ‘বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর-সহ আরও বিভিন্ন জেলা থেকে অনেকেই আসেন আমাদের এই পুজো দেখার জন্য। ষষ্ঠীর দিন থেকেই ভিড় বাড়তে শুরু করে।’ এই বাড়ির দুর্গাদালান সত্যিই চোখে পড়ার মতো, চারিদিকে খড়খড়ির জানালা, বড় বড় কারুকাজ করা থাম আর এক চালের সাবেকি প্রতিমা মন কাড়ে সকলের। পরিবারের সদস্যরা দুর্গাপুজোর চারদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই দুর্গাদালানেই কাটান। নিজেদের আয়োজনে গান, নাটক আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান জমিয়ে তোলেন পুজোর আবহ। দুর্গাপুজোর পাশাপাশি এখানে কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোও সমান ধুমধামে পালিত হয়। তাই শুধু গুসকরার মানুষই নয়, এলাকার বাইরের মানুষও এই প্রাচীন জমিদার বাড়ির পুজো দেখতে হাজির হন প্রতি বছর। ঐতিহ্য আর আবেগে জড়িয়ে থাকা চোঙদার বাড়ির দুর্গাপুজো তাই আজও শহরের অন্যতম আকর্ষণ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ৩৫০ বছরের পুরনো, এই পুজো দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ, কী হয় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল