ক্রেতাদের আবদার মেটাতে প্রস্তুত নার্সারি মালিকরাও। যদিও প্রস্তুতি শুরু হয়েছে কয়েক মাস আগে থেকেই। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন রকম ফুলের চারা তৈরি করে রাখা হয়েছে। তাছাড়াও পিটুনিয়ার মত ফুলের চারার চাহিদাও ভালই রয়েছে বলে জানিয়েছেন নার্সারীর কর্মী থেকে মালিকপক্ষ সকলেই। অন্যদিকে নামিদামি ফুলের চারা রাখা হচ্ছে নার্সারিতে। কারণ এখন অনেকেই চেনা ফুলের বাইরে অচেনা ফুলও বাড়িতে রাখতে চাইছেন।
advertisement
আরও পড়ুন: শীত মানেই ফুলের ছড়াছড়ি! দেখে নিন আপনার ঘর বাগান সাজানোর সেরা ৫ ফুল
আবার ক্রেতাদের চাহিদা মত গাছের চারাগুলির বেশিরভাগ কাজ প্রস্তুত করে রাখা হচ্ছে। নার্সারিতে বর্তমানে যে চারাগুলির সব থেকে বেশি চাহিদা রয়েছে, সেগুলি বাড়িতে এনে রোপন করলে সাত থেকে দশ দিনের মধ্যেই ফুল ফোটা শুরু করবে। এই বিষয়ে নার্সারির কর্মচারীরা বলছেন, যেহেতু শীত শুরু হয়ে গিয়েছে, তাই ফুলের সিজন চলে এসেছে।
তাই নার্সারিমালিক এবং কর্মচারীরা বলছেন, এখন যদি ক্রেতারা পুরো গাছ প্রস্তুত করতে চান, তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে। তাই চারাগুলি এমনভাবে প্রস্তুত করে রাখা হয়েছে, যাতে এক সপ্তাহের মধ্যেই ফুল ফুটতে শুরু করে। যে সমস্ত ফুলের চারাগুলি বেশি বিক্রি হচ্ছে সেগুলির বিভিন্ন
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গুণগতমান অনুযায়ী নানারকম দামও রাখা হয়েছে। আর পছন্দ অনুযায়ী দাম দিয়ে পছন্দের ফুলগাছ ঘরে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
নয়ন ঘোষ