জিটি রোডের ধার বরাবর তৈরি হচ্ছে আকাশ ছোঁয়া সব বিল্ডিং। সেইসব অট্টালিকা তৈরির ইমারতি দ্রব্যই ফুটপাত দখল করে রাখা আছে। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। এই প্রসঙ্গে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
আরও পড়ুন: দু-একটি খেলা ছাড়া আর কিছুতে আগ্রহ নেই তরুণ প্রজন্মের, চিন্তায় ক্রীড়াবিদরা
advertisement
এই বিষয়ে উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, পুরসভার অনেক রাস্তা ও জিটি রোডের ফুটপাথে পড়ে আছে বালি, সিমেন্ট, স্টোন চিপস। যার ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। এই নিয়ে এবার অভিযোগ এলে পুরসভা পড়ে থাকা সামগ্রী বাজেয়াপ্ত করবে বলে তিনি জানান। আগেও এই ধরনের ঘটনায় পদক্ষেপ নিতে দেখা গিয়েছে পুরসভাকে।
এই বিষয়ে এক প্রোমোটার বলেন, সরকারি রাস্তায় এই ধরনের সামগ্রী ফেলে রাখা উচিত হয়নি। তাঁরা যত শীঘ্র সম্ভব মালপত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামীতে যাতে এই ধরনের অব্যবস্থা না হয় সেই দিকে খেয়াল রাখবেন বলে জানান।
প্রসঙ্গত, একুশে জুলাই রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় ইমারতি সামগ্রী পড়ে থাকার জন্য দুর্ঘটনায় পড়ে প্রাণ হারান কৃষ্ণচন্দ্র মালিক। এরপরই বিষয়টি নিয়ে আরও সোচ্চার হয়ে উঠেছে এলাকার মানুষ।
রাহী হালদার