TRENDING:

Hospital: চরম বিপত্তি! রাতভর ঘুটঘুটে অন্ধকারে পড়ে রইলেন হাসপাতালের রোগীরা, চলল না জেনারেটরও, কোথায় ঘটল এই ঘটনা?

Last Updated:

Hospital: রাতভর স্বাস্থ্য কেন্দ্রে থাকল না বিদ্যুৎ। অন্ধকারে ডুবে গরমে আরও অসুস্থ হয়ে পড়লেন রোগীরা। কোথায় ঘটল এই ঘটনা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: হঠাৎই লোডশেডিং। সবাই আশা করেছিলেন, এখনই হয়তো চালু হবে জেনারেটর, হয়তো বিদ্যুত ফিরে আসবে মিনিট খানেকের মধ্যেই। কিন্তু না। না ফিরল বিদ্যুত। না চলল জেনারেটর। রাতভর স্বাস্থ্য কেন্দ্রে থাকল না বিদ্যুৎ। অন্ধকারে ডুবে গরমে আরও অসুস্থ হয়ে পড়লেন রোগীরা।
চললো না জেনারেটরও, রাতভর লোডশেডিংয়ে আরও অসুস্হ হয়ে পড়লেন এই হাসপাতালের রোগীরা
চললো না জেনারেটরও, রাতভর লোডশেডিংয়ে আরও অসুস্হ হয়ে পড়লেন এই হাসপাতালের রোগীরা
advertisement

রাতভর বিদ্যুৎ থাকল না পূর্ব বর্ধমানের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ রাত একটায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর সকাল ৬ টায় কারেন্ট আসে৷ ফলে সারা রাত অন্ধকারাচ্ছন্ন স্বাস্থ্য কেন্দ্রে টর্চ ও মোবাইলও ছিল ভরসা ৷ ভ্যাপসা গরমে মশা তাড়াতে ভরসা ছিল শুধুমাত্র হাতপাখা। গরমে আরও অসুস্থ হয়ে পড়েন রোগীরা৷

আরও পড়ুন-এটাই সেরা ‘মাহেন্দ্রক্ষণ’…! শ্রাবণের প্রথম সোমবারে বিরল সংযোগ, এভাবে করুন শিবের পুজো, উপচে পড়বে টাকা, বাধা-বিপত্তি গুড়িয়ে দেবেন মহাদেব

advertisement

রবিবার রাত ২টো নাগাদ আচমকাই কারেন্ট চলে যায় গুরুত্বপূর্ণ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গোটা স্বাস্থ্য কেন্দ্র  ডুবে যায় অন্ধকারে । ওয়ার্ডে রোগীরা রয়েছে অথচ নেই কারেন্ট। কী কারণে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বিদ্যুৎ বিচ্ছিন্ন হল তা জানা যায়নি। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও কারেন্ট আসেনি। তীব্র গরমে কষ্ট আরও বাড়ে রোগীদের ।

advertisement

আরও পড়ুন-সাতসকালে বিরাট দুঃসংবাদ! সকলকে কাঁদিয়ে চলে গেলেন বিখ্যাত কিংবদন্তি অভিনেতা, শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি

রোগীর আত্মীয়রা বলছেন, একে গরমে রক্ষে নেই, তার ওপর লোডশেডিং দোসর ! স্বাস্থ্যকেন্দ্রে এমনিতেই রোগীরা কাতরাচ্ছেন । তার উপর আবার বিদ্যুৎ না-থাকার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। এই ঘটনায় রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন । এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের আঞ্চলিক আধিকারিক গৌতম দত্ত বলেন, এরকম তো হবার কথা নয়।খোঁজ নিয়ে দেখছি। এমনটা নাকি মাঝেমধ্যেই ঘটছে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু হাসপাতালের সামনে তো দেখা যাচ্ছে পেল্লায় সাইজের একটি জেনারেটর রাখা আছে, তাহলে এই অবস্থা কেন? হাসপাতাল সূত্রে খবর, পেল্লায় জেনারেটর রাখা আছে ঠিকই কিন্তু তা অকেজো। কাজ করে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বিকল বা তেলের যোগান না থাকা যে কারণেই জেনারেটর বন্ধ থাকুক না কেন, তার ফল কিন্তু ভুগতে হচ্ছে সেই রোগীর ও রোগীর পরিজনদের। লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট হলে আর রক্ষা নেই। ঘুটঘুটে অন্ধকার ঘরে রোগীদের নিয়ে বসে থাকতে হয় রোগীর পরিজনদের। জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানান, এই রকম বেশ কয়েকটি হাসপাতালের সমস্যার কথা আমাদের কাছে এসেছে। আমরা স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করে দ্রুততার সঙ্গে এই সমস্যা সমাধান করার চেষ্টা করছি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hospital: চরম বিপত্তি! রাতভর ঘুটঘুটে অন্ধকারে পড়ে রইলেন হাসপাতালের রোগীরা, চলল না জেনারেটরও, কোথায় ঘটল এই ঘটনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল