জানা গিয়েছে, চাপড়ার বাসিন্দা লক্ষ্মী হালদার ও শান্তি হালদার এবং তেহট্টের বাসিন্দা মানিক দত্তের রোগী কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতে হাসপাতাল চত্বরেই তাঁরা বসে ছিলেন। সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁদের সঙ্গে আলাপ জমিয়ে ঠাণ্ডা পানীয় খেতে দেন।
advertisement
ওই পানীয় পান করার কিছুক্ষণের মধ্যেই বেহুঁশ হয়ে পড়েন ওই ৩ জন। সেই সুযোগে তাঁদের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও সোনার গয়না চম্পট দেন ওই ব্যক্তি। এদিকে সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মাইকে রোগীর পরিবারকে ডাকলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি। এমনকি অন্যান্য রোগীর আত্মীয়রা তাঁদের ডাকাডাকি করলেও ঘুম ভাঙেনি।
বেশ কিছুক্ষণ পর ৩ জনের ঘুম ভাঙলেও অসুস্থ বোধ করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কোতয়ালী থানার পুলিশ। এরপর তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।