গতকাল রাত ৮টা নাগাদ অঙ্কিতা চ্যাটার্জী নামে একজন শ্বাসকষ্টজনিত রোগে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন। তিনি সিউড়ির ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর। গত ১০ দিন আগে সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর বাচ্চা হয়েছিল। ছুটি নিয়ে বাড়ি গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাঁকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হসপিটালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ রাস্তাই ক্লাসঘর, ছাত্ররা শিক্ষক! পড়াশোনা শিখছে কারা? আসানসোলে ছকভাঙা ছবি, নেপথ্যে ‘এই’ শিক্ষক
advertisement
অভিযোগ, একাধিকবার অভিজ্ঞ চিকিৎসককে ডাকা হলেও হসপিটাল স্টাফেরা সেই রকম গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর রোগীকে একটি ইনজেকশন দেওয়া হলে পরক্ষণে তাঁর মৃত্যু হয়!
এরপর ওই রোগীর আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে দফায় দফায় ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিবাদ জানান। কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও মৃতার আত্মীয়-স্বজনদের অভিযোগ, গাফিলতির কারণে মৃত্যু হয়েছে এবং এর জন্য দায়ী চিকিৎসক তথা হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে উত্তেজনা ছড়ায়।