TRENDING:

Patharpratima Blast: বাজি নাকি গ‍্যাস, কীভাবে লাগল আগুন? পাথরপ্রতিমায় ফরেন্সিক! বিক্ষোভ ফেটে পড়লেন স্থানীয়রা

Last Updated:

Patharpratima Blast: দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় বণিক পরিবারে পৌঁছবে ফরেন্সিক দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায় বাজি বিস্ফোরণের ঘটনায় বণিক পরিবারে পৌঁছবে ফরেন্সিক দল। বাজির মশলা থেকে আগুন নাকি গ‍্যাস সিলিন্ডার ফেটে আগুন? খতিয়ে দেখা হবে বিস্ফোরণের সূত্র। জানালেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। পাশাপাশি ঘটনায় বিক্ষোভ গ্রামবাসীদের।
বাজি নাকি গ‍্যাস, কীভাবে লাগল আগুন? পাথরপ্রতিমায় ফরেন্সিক! বিক্ষোভ ফেটে পড়লেন স্থানীয়রা
বাজি নাকি গ‍্যাস, কীভাবে লাগল আগুন? পাথরপ্রতিমায় ফরেন্সিক! বিক্ষোভ ফেটে পড়লেন স্থানীয়রা
advertisement

এডিজি সুপ্রতিম সরকার আরও জানালেন, ‘‘বিস্ফোরণে মৃত‍্যু হয়েছে ৮ জনের। চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিকের বাড়ি। ফরেন্সিক টিম পৌঁছোবে। তারা পরীক্ষা করবে কি ঘটেছিল। আগুন লাগার কারণ কী? বাজি কারখানা ছিল পাশে। বাড়িতে কেন বাজি রাখা হয়েছে? সবটাই খতিয়ে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন: গুরুপত্নীর সঙ্গে লুকিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! ঝুলিতে একাধিক হিট গান, চিনতে পারছেন বিখ‍্যাত গায়ককে?

advertisement

এডিজি আরও জানালেন, ‘‘চন্দ্রনাথের (চন্দ্রনাথ বণিক) নামে আগে একটা কেস ছিল। কি লাইসেন্স ছিল? বাজি তৈরির না কি বিক্রি করার? সবটাই দেখা হচ্ছে।’’ পাশাপাশি তিনি জানান, ‘‘ফরেন্সিক টিম পৌঁছে দেখবে বাজির মশলা থেকে আগুন নাকি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন? দেখা হবে আগুনের সূত্র কী’’।

ঘটনায় নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে জানালেন এডিজি সুপ্রতিম সরকার। তিনি বলেন ‘‘সচেতনতার অভাব লক্ষ‍্য করছি। দ্রাহ‍্য পদার্থ রেখে সেখানেই গ‍্যাস জ্বালানো হচ্ছে, সেটা তো সচেতনতার অভাব। সব ক্ষেত্রকে পুলিশের পক্ষে গিয়ে দেখা সম্বভ না দ্রাহ‍্য বস্তু থেকে সেখানে রান্না করা হলে তো সচেতনতার অভাব।’’

advertisement

আরও পড়ুন: এপ্রিল, মে, জুন…৩ মাস ধরে আকাশ থেকে ঝরবে আগুন! তাপপ্রবাহ, লু, গরম নিয়ে অশনি সঙ্কেত দিল IMD

ঘটনায় প্রবল বিক্ষোভ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ ‘‘এখানে শুধুমাত্র আতশবাজি তৈরি হতো না। বোম তৈরি হতো এর আগেও একবার চন্দ্রকান্তকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কিন্তু তারপর ছেড়ে দেয়।’’ পাশাপাশি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রাম বাসিন্দারা।

advertisement

প্রসঙ্গত, প্রসঙ্গত, সোমবার রাতেই ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণ গেল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বণিক পরিবারের আট সদস্যের। তাঁদের মধ্যে রয়েছে দু’জন সদ্যজাত-সহ চার শিশুও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক জন। দীর্ঘ দিন ধরেই বাজি বানানোর ব্যবসায় যুক্ত এই বণিক পরিবার।

আরও পড়ুন: ১৪ দিনের অপেক্ষা…১ লা বৈশাখের আগেই সূর্যের গোচর! রাতারাতি কপাল খুলবে ৩ রাশির, হাতে কুবেরের ধন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ প্রসঙ্গে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি চেয়ারম্যান বাবলা রায় জানান, ‘‘আতশবাজি বানানোর লাইসেন্স ছিল না বিক্রি করার লাইসেন্স ছিল তাও যেগুলো নিয়মবিধি মেনে এই লাইসেন্স নেওয়া হয় সেই নিয়মবিধি গুলো মানা হয়নি। এর কারণে দমকল ঢুকতে পারেনি। আমরা প্রাথমিকভাবে দেখে যা বুঝি এখানে বোমা তৈরি হতো না। মুখ্যমন্ত্রীর নাম বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন সরাসরি যুক্ত ছিল অবিলম্বে ওসির অপসারণ চাইছি।এদেরকে অবিলম্বে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় আবেদন করব প্রশাসনের কাছে।’’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patharpratima Blast: বাজি নাকি গ‍্যাস, কীভাবে লাগল আগুন? পাথরপ্রতিমায় ফরেন্সিক! বিক্ষোভ ফেটে পড়লেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল