TRENDING:

হাওড়া-খড়গপুর শাখায় যাত্রী ভোগান্তি, কেন এত ট্রেন লেট? জেনে নিন আসল কারণ

Last Updated:

২ দিন আগে সিস্টেম আধুনিকীকরণের কাজ সমাপ্ত হলেও সিগন্যাল-সহ বিক্ষিপ্ত কিছু সমস্যার জেরে দক্ষিণপূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় যাত্রী ভোগান্তি। অনেক ট্রেন লেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: সাঁতরাগাছি স্টেশনে ট্রেন চলাচলের সিস্টেম যান্ত্রিক ত্রুটির জেরে চরম দুর্ভোগের মধ্যে রেল যাত্রীরা। সোমবার থেকে ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সময় ও পরিবর্তন বহু ট্রেনের। হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে কার্যত আটকে পড়েছেন বহু যাত্রী।
advertisement

সোমবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় ভোগান্তি। সিগন্যাল সিস্টেম আপডেট-এর কাজ গত দুদিন আগে সম্পন্ন হলেও বিক্ষিপ্ত কিছু ত্রুটির কারণে যাত্রী ভোগান্তি দেখা দিচ্ছে। তার জেরে হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন আটকে থাকছে। পরে দুরপাল্লার একাধিক ট্রেন সময় পরিবর্তন হয়। অন্যদিকে, বহু লোকাল ট্রেন দেরিতে চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং কাজ চলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

advertisement

সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য গত ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের ঘোষণা হয়েছিল আগেই। যাত্রীদের আগামিদিনে ভাল পরিষেবা দিতেই রেলের তরফে এই পদক্ষেপ। কিন্তু রবিবার সেই কাজের দিন শেষ হয়ে গেলেও সোমবার পর মঙ্গলবার বড় ধাক্কা খায় সিগন্যালিং সিস্টেম।

আরও পড়ুন- দিঘায় ধুন্ধুমার, হোটেল মালিককে মারধর, খুনের চেষ্টার অভিযোগ, আটক ৩ পর্যটক

advertisement

View More

বেশিরভাগ ট্রেনের যাত্রাপথ সাঁতরাগাছি হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলুকনামা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ে। বাতিল করা হয় হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস।

advertisement

রেলের জনসংযোগ আধিকারিক জানান, দুদিন আগে আধুনিক সিস্টেমের কাজ সফলভাবে শেষ হয়েছে। তার পরবর্তী সময় বিক্ষিপ্ত কিছু ছোট ছোট সমস্যার কারণে এই ভোগান্তি। ট্রেন না পেয়ে ইতিমধ্যেই চরম ভোগান্তিতে যাত্রীরা। ভোগান্তিতে অফিস যাত্রী থেকে দূরপাল্লার যাত্রীরা। বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় গরমে আটকে নাভিশ্বাস উঠছে বহু যাত্রীর। ট্রেন কখন ছাড়বে জানেন না কেউ। অনেকে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন যাঁরা, তাঁদের ভোগান্তি চরমে ওঠে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

রাকেশ মাইতি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়া-খড়গপুর শাখায় যাত্রী ভোগান্তি, কেন এত ট্রেন লেট? জেনে নিন আসল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল