TRENDING:

আচমকা ছুটে এল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দুই শিশু সহ ৩ জনের মৃত্যুর অভিযোগ! হুগলির গোবরায় তুলকালাম

Last Updated:

এই ঘটনার পরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোবরা স্টেশন চত্বরে৷ স্টেশন মাস্টারের ঘর, টিকিউ কাউন্টার ভাঙচুরের পাশাপাশি এক রেল কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানা কর্মকার, হুগলি: শিয়ালদহ থেেক আলিপুরদুয়ারগামী আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় দুই শিশু সহ এক ব্যক্তির মৃত্যু হল৷ এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে হুগলির গোবরা স্টেশনে৷ স্টেশন মাস্টারের ঘরেও ভাঙচুর করে ক্ষুব্ধ রেলযাত্রীরা৷ অভিযোগ, কোনও ঘোষণা ছাডা়ই আচমকা ট্রেন এক্সপ্রেস ট্রেন এসে পড়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷
দুর্ঘটনার পর রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের৷
দুর্ঘটনার পর রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের৷
advertisement

বিক্ষোভকারীরা দুই শিশু সহ তিন জনের মৃত্যুর অভিযোগ করলেও রাত পর্যন্ত রেল পুলিশ একজনেরই দেহ উদ্ধার করেছে৷ স্টেশনে ভাঙচুর করার অভিযোগে একজনকে গ্রেফতারও করা হয়েছে৷

আরও পড়ুন: ট্রেনের পর প্লেন বাতিলের অভিযোগ! কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে কটাক্ষ তৃণমূলের

প্রত্যক্ষদর্শীদের কথায়, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ কোনও ঘোষণা ছাড়াই আচমকা হাওড়ার দিক থেকে বর্ধমানের দিকে আপ লাইনে চলে আসে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস৷ রেলযাত্রী এবং পথচারীদের অভিযোগ, এক্সপ্রেস ট্রেন আসার ঘোষণা না হওয়ায় অনেকেই নিশ্চিন্ত হয়ে রেল লাইন পার হচ্ছিলেন৷ আচমকাই তীব্র গতিতে ছুটে আসে কাঞ্চনকন্যা এক্সপ্রেস৷ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন দুই শিশু সহ ওই ব্যক্তি৷

advertisement

এই ঘটনার পরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোবরা স্টেশন চত্বরে৷ স্টেশন মাস্টারের ঘর, টিকিউ কাউন্টার ভাঙচুরের পাশাপাশি এক রেল কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, গোবরা স্টেশনের উপর দিয়ে অসংখ্য দ্রুতগতির ট্রেন যাতায়াত করে৷ কিন্তু কোনও সময়ই কোনও ঘোষণা করা হয় না৷ ফলে কোন লাইন দিয়ে ট্রেন আসছে তা বুঝতে পারেন না লেভেল ক্রসিং দিয়ে রেল লাইন পারাপার করা সাধারণ মানুষ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ঘটনার খবর পেয়েই ছুটে আসে রেল পুলিশ৷ নিহত এক ব্যক্তির দেহ রেল লাইনের উপর থেকেই উদ্ধার করে তারা৷ যদিও রাত পর্যন্ত শিশু দুটির খোঁজ মেলেনি৷ নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ রেল কর্তৃপক্ষের অবশ্য দাবি, এই ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়নি৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আচমকা ছুটে এল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দুই শিশু সহ ৩ জনের মৃত্যুর অভিযোগ! হুগলির গোবরায় তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল