প্রায়শই এই রাস্তায় ঘটছে দুর্ঘটনা। তাই অবিলম্বে বেহাল রাস্তার মেরামতের দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার কাউন্সিলার প্রশান্ত মান্ডি। তিনি বলেন, এই রাস্তাটি PWD, MKDA করেছিল। তাই পুরসভা হস্তক্ষেপ করতে পারে না। তবে এলাকার মানুষদের দাবি নাহ্য।
আরও পড়ুন - ধোনি ফিরেও তাকালেন না! তাতে কি রূপের সাগর রাই লক্ষ্মী নিজেই নিজেকে সেক্সি লিখলেন
advertisement
তিনি রাস্তা মেরামতের জন্য মেদিনীপুর পুরসভায় বোর্ড মিটিংএ আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন বলে এলাকার মানুষদের আশ্বাস দেন।প্রসঙ্গত, এই রাস্তার উপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত। অন্যদিকে মেদিনীপুর শহরের মধ্যে দিয়ে লরি যাতায়াত বন্ধ থাকায়, ওভারলোড লরি গুলি ঐ রাস্তা দিয়ে কুইকোটা হয়ে জাতীয় সড়কে ধরে শহর থেকে বেরিয়ে যায়। ফলে প্রতিদিনই এই রাস্তা দিয়ে শতাধিক লরির যাতায়াত। তাই রাস্তার এই বেহাল দশা।
Partha Mukherjee