প্রায় সকলেই একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী। পড়ার চাপ সামলেও সমাজের কাজে প্রতি তারা। বয়সে নাবালক হলেও তাদের এই চিন্তাভাবনায় শ্রদ্ধায় মাথা নত হবে সকলের। পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের প্রান্তিক একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয় গিয়ে কচিকাঁচাদের হাতে তুলে দিল নতুন সোয়েটার।
আরও পড়ুন – Crime against woman: রক্ষকই যখন ভক্ষক, পুলিশের লালসার শিকার ৪ বছরের শিশু কন্যা, চরম সর্বনাশ
advertisement
প্রসঙ্গত পড়াশুনোর ফাঁকে বেশ কিছু ছাত্র ছাত্রীদের, সমাজের জন্য কিছু করবার বীজ বপন হয়েছিল। সেই মত নিজেদের বন্ধুদের নিয়ে শুরু হয় টিম চারুলতার পথচলা। এরপর নিজেদের মধ্যে আলোচনা এবং নিজেদের জমানো অর্থ খরচ করে ৩৫ জন ক্ষুদেদের হাতে শীতের বস্ত্র হিসেবে সোয়েটার তুলে দিল তারা। পাশাপাশি আলোর উৎসব দীপাবলি যাতে আনন্দে কাটাতে পারে সেজন্য মোমবাতিও তুলে দেয় ছাত্র-ছাত্রীরা৷
আরও পড়ুন – Success Story : মাত্র ২১ বছর বয়সে দত্তক নিয়েছেন একটি গ্রাম, ট্রেনিং দেন IAS, IPS অফিসারদের, কুর্নিশ
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের শাঁখমারির একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে পালন করে তারা। আয়োজক ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
শহর এলাকায় এক কেন্দ্রিক হয়ে উঠছেন সাধারণ মানুষ। তবে এর মাঝেই ব্যতিক্রম এই ছাত্রছাত্রীরা। নিজেদের জমানো অর্থে ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের এই অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সকলে। ছাত্র-ছাত্রীদের এই কৃতিত্বের শ্রদ্ধায় মাথা নত হবে আপনারও
Ranjan Chanda