যেখানে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ভয়েস মেসেজ অথবা ওয়াকি টকির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যাবে সেই তথ্য। ল অ্য়ান্ড অর্ডার পরিস্থিতির উন্নতিতে কাজ করবে এই বিশেষ অত্যাধুনিক ডিভাইস।
এমনই এক অত্যাধুনিক প্রযুক্তিকে সকলের সামনে আনল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের হাত ধরে টকিং ড্রোন বা অ্যানাউন্সমেন্ট ড্রোনের উদ্বোধন হয়, যা বিভিন্ন আপদকালীন পরিস্থিতিতে কাজ করবে।
advertisement
জরুরি প্রয়োজনে বেশ কয়েক কিলোমিটার অব্দি ড্রোনের মধ্য দিয়ে বার্তা পাঠানো সম্ভব। এবার শুধুমাত্র ছবি তোলার কাজে নয়, বিভিন্ন বিপর্যয় মোকাবিলায় অথবা আইনশৃঙ্খলার অবনতি হলে এই বিশেষ প্রযুক্তির মধ্য দিয়ে ঘটনাস্থলে না পৌঁছে বেশ কয়েক কিলোমিটার দূর থেকেই প্রয়োজনীয় বার্তা পাঠানো যাবে।
বিশেষ এই অত্যাধুনিক যন্ত্র টকিং ড্রোন বা অ্যানাউন্সমেন্ট ড্রোনের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। জেলা পুলিশের আয়োজনে দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হল সেই ড্রোনের মাধ্যমেই।
জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, আইন-শৃঙ্খলা রক্ষা তথা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এই ড্রোনের বিশেষ ভূমিকা রয়েছে। জরুরি প্রয়োজনে কয়েক কিলোমিটার দূরত্ব অবধি এই ড্রোনের মাধ্যমে বার্তা পাঠানো সম্ভব।
বিশেষত, জরুরী প্রয়োজনে বা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে কিংবা আইনশৃঙ্খলার অবনতি হলে, পুলিশের তরফে এই টকিং ড্রোনের মাধ্যমেই বার্তা পাঠানো সম্ভব হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
প্রসঙ্গত, বেশ অনেকক্ষণ, কয়েক কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এই ড্রোন। শুধু তাই নয়, প্রি রেকর্ড কোনও বার্তা অথবা ওয়াকি টকির মধ্য দিয়ে বার্তা পৌঁছে দেওয়া যাবে এই ড্রোনের মধ্য দিয়ে। দেখতে বিশাল আকার এই ড্রোন।
প্রসঙ্গত, কোনও বিপদসংকুল পরিবেশে ঘটনাস্থলে না পৌঁছতে পারলেও সেই বিশেষ জায়গার পরিস্থিতি এবং সাধারণ মানুষকে সচেতন করতে এই ড্রোনের ভূমিকা অনস্বীকার্য।
অত্যাধুনিক এই প্রযুক্তিকে সামনে এনেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।স্বাভাবিকভাবে পুলিশের উদ্যোগে এই অভিনব আয়োজন এবং অত্যাধুনিক প্রযুক্তি আগামীতে পুলিশ এবং মানুষের যে বেশ উপকারে কাজে লাগবে তা বলার অপেক্ষা রাখে না।
রঞ্জন চন্দ