আরও পড়ুনঃ আসানসোলে শুট আউট! রাতের অন্ধকারে পুরকর্মীকে লক্ষ্য করে গুলি, সিসিটিভি-তে খু*নের শিউরে ওঠা দৃশ্য
জানা গিয়েছে, শনিবার সকালে চন্দ্রকোনা রোড থেকে গুইয়াদহ এলাকায় নির্মাণের কাজে যোগ দিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। আহতদের প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ইতিমধ্যে স্থানান্তরিত করা হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনার জেরে শামীম মণ্ডল নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
advertisement
চন্দ্রকোনা রোডে পথদুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিকদের দেখতে হাসপাতালে গেলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। প্রসঙ্গত, সেখানেই রয়েছেন পথদুর্ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনকরা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ছুটে আসেন বিধায়ক। আহতরা যাতে ঠিকমত চিকিৎসা পান তা নিশ্চিত করেছেন তিনি।